অজানা কলারের নাম, পরিচয় জানার জন্য অনেকেই ট্রুকলার অ্যাপ ব্যবহার করেন। ফোনে অজানা কলারের নাম অ্যাপটি ইনস্টল করা থাকলে প্রদর্শন করে।
একদিকে যেমন আপনি অজানা নম্বর কলারের নাম ট্রুকলারে দেখতে পারছেন, তেমনি অপরপক্ষও আপনার নাম দেখতে পারছে। কিন্তু আপনি কি জানেন ট্রুকলার থেকে নিজের নাম ডিলিট করা সম্ভব?
বিজ্ঞাপন
ট্রুকলারকে অনলাইন ডিরেক্টরি হিসাবে মনে করা হয়। গ্রাহকদের কনট্যাক্ট লিস্ট থেকে নাম সংগ্রহ করে এই অ্যাপ। তবে চাইলে খুব সহজেই ট্রুকলার থেকে নিজের নাম ডিলিট করা যাবে। এর পরে আর আপনি কাউকে ফোন করলে সেই ব্যক্তির ফোনে আপনার নাম ভেসে উঠবে না।
কীভাবে ট্রুকলার থেকে নিজের নাম ডিলিট করবেন
অ্যানড্রয়েড ফোনে ট্রুকলার ইনস্টল করুন। নিজের ফোন নম্বর ব্যবহার করে লগ ইন করুন
এবার Settings ওপেন করুন
এখানে Privacy Center অপশন দেখতে পাবেন
এখানে Deactivate অপশন দেখতে পাবেন। এই অপশন সিলেক্ট করুন
এরপরেও আপনার নাম ট্রুকলার ডেটাবেসে থেকে যেতে পারে। এই জন্য নিজের নাম ট্রুকলার থেকে আনলিস্ট করতে হবে। এই জন্য http://www.truecaller.com/unlisting/ ওয়েবসাইট ওপেন করুন
এখানে আইএসডি কোডসহও মোবাইল নম্বর এন্টার করুন। এরপরে সিলেক্ট করুন আনলিস্ট।
বিজ্ঞাপন
এইভাবে আপনি ট্রুকলার থেকে নিজের নাম স্থায়ীভাবে ডিলিট করতে পারবেন। এরপরেও কোনও ফোনে ট্রুকলারে আপনার নাম দেখালে তা ক্যাশ মেমোরির জন্য দেখাচ্ছে। একবার এই মেমোরি ক্লিয়ার হয়ে গেলে আর আপনার নম্বর আর ট্রুকলারে দেখাবে না।
এজেড