শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভাড়া মেটাতে টুইটার অফিসের আসবাবপত্র বিক্রি করছেন ইলন মাস্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

ভাড়া মেটাতে টুইটার অফিসের আসবাবপত্র বিক্রি করছেন ইলন মাস্ক

অর্থনৈতিক মন্দা চলছে জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে। অফিস ভাড়া দিতে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। পরিস্থিতি সামাল দিতে ইলন মাস্ক টুইটার সদর দফতরের আসবাবপত্র নিলামে তুলেছেন। নিলামে কফি মেশিন থেকে শুরু করে টুইটারের লোগো স্ট্যাচুও ছিল।

ইতিমধ্যেই নিজের প্রায় সমস্ত সম্পত্তিই বিক্রি করে দিয়েছেন ইলন মাস্ক।


বিজ্ঞাপন


ছাঁটাই পর্ব মিটতে না মিটতে টুইটারের অর্থনৈতিক অবস্থা ফেরাতে আসবাবপত্র বিক্রির উদ্যোগ নিয়েছেন। 

twitterইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রমশ বাড়ছে প্রতিষ্ঠানটির আর্থিক সংকট। প্রতিষ্ঠানটিতে বিজ্ঞাপন দিতে নারাজ অনেকে। ফলে তহবিলে টান পড়েছে। 

গত বছর ডিসেম্বরেই মাস্ক জানিয়েছিলেন, ফুড সার্ভিসের পিছনে প্রতিষ্ঠানটির বযায় হয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ ডলার। খরচ কমাতে টুইটারের কিচেন অ্যাপ্লায়েন্সেস ও অফিসের আসবাবপত্র নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

হেরিটেজ গ্লোবাল পাটনার্স নামের একটি প্রতিষ্ঠান অনলাইনে এই নিলাম পরিচালনা করছে। এখনও অনলাইনে পাওয়া যাচ্ছে সেসব জিনিসপত্র। কমপক্ষে ২৫ ডলার দিয়ে অংশ নেওয়া যাচ্ছে নিলামে।


বিজ্ঞাপন


twitterটুইটারে হেডকোয়ার্টার তথা সান ফ্রান্সিসকের অফিসটির এ মাসের ভাড়া দিতে পারেননি ইলন মাস্ক। নিলামের মাধ্যমে আসবাবপত্র বিক্রি করে অফিস ভাড়া দেওয়ার ইচ্ছা মাস্কের। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর