বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

রিয়েলমির এই ফোন কয়েক মিনিটেই ফুল চার্জ হবে 

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

রিয়েলমির এই ফোন কয়েক মিনিটেই ফুল চার্জ হবে 

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি ফাস্ট চার্জিং স্মার্টফোন আনছে। মডেল জিটি নিও ৫। এই ফোনটি মাত্র কয়েক মিনিটেই চার্জ হবে। এজন্য ২৪০ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। 

শুরুতে এই ফোন শুধুমাত্র চীনের বাজারেই পাওয়া যাবে। ধীরে ধীরে অন্যান্য দেশেও বিক্রি হবে। 


বিজ্ঞাপন


realmiরিয়েলমি জিটি নিও ৫ ফোনের মূল আকর্ষণ হতে চলেছে ২৪০ ওয়াটের আলট্রা ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। শোনা গিয়েছে, এই ৫জি ফোন দুটো ব্যাটারি ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ হতে পারে।

একটি মডেলে থাকতে পারে ৪৮৫০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে আর একটি ভ্যারিয়েন্টে থাকতে পারে ৪৪৫০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট।

দুইটি ফোনেই থাকবে দুটো করে ব্যাটারি সেল (যথাক্রমে ২৪২৫ এমএএইচ এবং ২২২৫ এমএএইচ)। যে ফোনে ৪৮৫০ এমএএইচ ব্যাটারি থাকবে সেখানে ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

realmi


বিজ্ঞাপন


অনুমান করা হচ্ছে, একটি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকলে এবং সেখানে ২৪০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকলে সেই ফোন পুরো অর্থাৎ ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ১৫ মিনিট।

অন্যদিকে একটি ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ২৪০ ওয়াটের চার্জিং ফিচার থাকলে পুরো চার্জ হয়ে যাবে ১০ মিনিটের মধ্যে।

বর্তমানে আইকিউওও ১০ প্রো ফোনে ২০০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে এবং তা চার্জ হতে সময় লাগে মাত্র ১০ মিনিট।

শাওমি ১২ প্রো ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হবে শাওমি ১৩ প্রো ফোন। জনপ্রিয় টিপস্টার যোগেশ বরার আভাস দিয়েছেন যে এবছর মার্চেই শাওমি ১৩ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে।

realmiগতবছর অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসে চিনে শাওমি ১৩ সিরিজ লঞ্চ হয়েছে। এবার গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতে লঞ্চের পালা। অনুমান, এবছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসে শাওমি ১৩ প্রো ফোন লঞ্চ হতে পারে। শাওমি ১৩ সিরিজে থাকতে পারে ভ্যানিলা বা বেস মডেল শাওমি ১৩ এবং শাওমি ১৩ প্রো-এই দুই ফোন। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর