স্যামসাংয়ের কম দামের মোবাইল ফোন

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং কম দামে নতুন মোবাইল ফোন আনছে। মডেল গ্যালাক্সি এফ০৪। ২০২৩ সালের জানুয়ারি মাসে ফোনটি আন্তর্জাতিক বাজারে উন্মুক্ত হতে যাচ্ছে।
ইতিমধ্যে ফোনের যে সম্ভাব্য ডিজাইন, ছবি ফাঁস হয়েছে সেখানে দেখা গিয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোনের ব্যাক প্যানেলে দুইটি বড় ক্যামেরা সেন্সর থাকতে পারে। তার সঙ্গে এলইডি ফ্ল্যাশ থাকার সম্ভাবনা রয়েছে।
স্যামসাং তাদের এই ফোন প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য প্রকাশ করেনি।
তবে বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইট এই ফোনটির সম্ভাব্য কিছু ফিচার প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে স্যামসাংয়ের আপকামিং
ডিভাইসটি গ্যালাক্সি এ০৮ই মডেলের রিভার্সন হতে পারে।
বেশ কয়েকটি র্যাম ভার্সনে হ্যান্ডসেটটি পাওয়া যাবে। এর মধ্যে একটি হবে এন্ট্রি লেভেলের। এতে থাকতে পারে ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।
ফোনটি বাজারে আসলে এর দাম হবে ১৫ হাজার টাকার মধ্যে।
এজেড