শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নতুন বছরের শুভেচ্ছা বার্তায় যা যা লিখবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২, ১২:৪২ পিএম

শেয়ার করুন:

নতুন বছরের শুভেচ্ছা বার্তায় যা যা লিখবেন

দেখতে দেখতে একটা বছর শেষ হতে চলল। দুয়ারে কড়া নাড়ছে ২০২৩। ইংরেজি নববর্ষের প্রথম দিনে অনেকেই বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজনদের শুভেচ্ছা বার্তা পাঠান। এসব বার্তা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা মোবাইল ফোনের টেক্সটের মাধ্যমে পাঠানো হয় বেশি। অনেকেই শুভেচ্ছা বার্তায় কী কী লিখবেন তা ঠিক করতে পারেন না। জানুন ইংরেজি নববর্ষ ২০২৩ এর শুভেচ্ছা বার্তায় কী কী শব্দ ও বাক্য লিখবেন। 

নতুন বছরের শুভেচ্ছাবার্তা


বিজ্ঞাপন


১. প্রার্থনা করি নতুন বছর তোমার এবং তোমার পরিবারে অনেক আনন্দ, সুস্থতা নিয়ে আসুক। নতুন বছরে পরিবারের সঙ্গে তুমি খুব ভালো থাকো। 

২. বইয়ের নতুন পাতা খুলুক তোমার জীবনে। হাতে পেনটা ধরে রাখো। তোমার কাঠে অনেক নতুন সুযোগ আসার অপেক্ষা। যা তোমার জীবনকে অনেক সুন্দর মুহূর্ত উপহার দেবে।

৩. হ্যাপি নিউ ইয়ার। প্রার্থনা করি, তোমার জীবন সাফল্য, শান্তি, সুখ, আনন্দে ভরে থাকুক। তোমার জীবনের সমস্ত অন্ধকার দিক দূর হয়ে যাক। 

new year message৪. দূর হয়ে যাক সমস্ত দুঃখ। মুখে যাক সমস্ত গ্লানি। জীবনে আসুক অনেক শুভ এবং সুখের মুহূর্ত। 


বিজ্ঞাপন


৫. প্রার্থনা করি, তোমার জীবনের সমস্ত খারাপ দিকগুলো দূর হয়ে যাক। সুরে সুরে ভরে উঠুক তোমার জীবন। অনেক অনেক খুশি আসুক সেই জীবনে।

৬. সুস্থ থাকো। নিরোগ থাকো। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকো। হ্যাপি নিউ ইয়ার।

৭. আগামী ৩৬৫ দিন অনেক ভালো মুহূর্ত  আসুক তোমার জীবনে। প্রার্থনা করি এটাই। হ্যাপি নিউ ইয়ার।

৮. আমাদের বন্ধুত্ব কোনওদিনও ম্লান হওয়ার নয়। যত দিন যাবে আমাদের বন্ধুত্ব তত গাঢ় হবে। এভাবেই বছরের পর বছর বন্ধু হয়ে থাকার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রার্থনা করি আগামী বছর আমাদের বন্ধুত্ব আরও রঙিন হোক।

৯. প্রার্থনা করি নতুন বছরে তোমার দিনগুলো হয়ে উঠুক সোনায় মোড়া। তোমার জীবন হয়ে উঠুক হিরের মতো উজ্জ্বল। সারা বিশ্বের সমস্ত তারা তোমার জীবনটাকে আলোয় ভরিয়ে দিক। নতুন বছর শুধুই আনন্দের হোক। হ্যাপি নিউ ইয়ার ২০২৩।

১০. নতুন বছরে জীবন হয়ে উঠুক রামধনুর মতো রঙিন। সূর্যের মতো উজ্জ্বল। গোলাপের সুগন্ধের মতো সুগন্ধ ছড়াক জীবনে। হ্যাপি নিউ ইয়ার।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর