শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

নতুন আবিষ্কৃত ২ গ্রহে পানির সন্ধান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ০১:৩০ পিএম

শেয়ার করুন:

নতুন আবিষ্কৃত ২ গ্রহে পানির সন্ধান

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি নতুন দুইটি গ্রহের সন্ধান পেয়েছে। গ্রহ দুইটিতে পানি থাকার সম্ভাবনা প্রবল। 

নাসার কেপলার স্পেস টেলিস্কোপ দ্বারা গ্রহগুলো আবিষ্কার হয়েছে। অনুমান করা হচ্ছে পানি রয়েছে এই গ্রহে। তবে এখনও সরাসরি পানি শনাক্ত করা যায়নি।  এই গ্রহদ্বয়ের অর্ধেক পর্যন্ত এমন পদার্থ দিয়ে তৈরি যা, পাথরের থেকে হালকা কিন্তু হাইড্রোডেন ও হিলিয়ামের থেকে ভারী।


বিজ্ঞাপন


ইউরোপ বা এনসেলাডাসের বৃহত্তর সংস্করণ এই গ্রহগুলো। বৃহস্পতি এবং শনিকে যেমন প্রদক্ষিণ করা পানিসমৃদ্ধ তাদের চাঁদ, তেমনই এই সুপার আর্থ।

বরফের পৃষ্ঠের পরিবর্তে কেপলার ১৩৮সি ও ডি জলীয় বাষ্পে পরিপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন গবেষক পিয়ালেট।

space

কেপলার সি ও ডি গ্রহগুলোর ঘনত্ব পৃথিবীর তুলনায় অনেক কম। গ্রহগুলোই পৃথিবীর থেকে সামান্য হলেও বড় এবং পাথুরে পৃথিবী।


বিজ্ঞাপন


পৃথিবীর থেকে বড় হওয়ায় এই গ্রহ দুটিকে সুপার আর্থ বলা হচ্ছে। এই দুটি গ্রহের প্রকৃতিও ভিন্ন বলে জানা গিয়েছে। গবেষকদের পর্যবেক্ষণ, গ্রহগুলো পৃথিবীর থেকে তিনগুণ বেশি হতে পারে। পৃথিবীর ভরের দ্বিগুণ গ্রহগুলো।

তা থেকেই অনুমান, এই গ্রহে সবথেকে বেশি উপাদান হিসেবে থাকতে পারে পানি। পৃথিবীতে যেমন তিনভাগ পানি এবং এক ভাগ স্থল।

ইউনিভার্সিটি ডি মন্ট্রিয়ালের ট্রটিয়ার ইনস্টিটিউট ফর রিসার্চ অন এক্স্যোপ্ল্যানেট নিয়ে গবেষণারত ছাত্র ক্যারোলিন পিয়ালেটের নেতৃত্বে এই পর্যবেক্ষণ হয়।

এক্সোপ্লানেট কেপলার-১৩৮সি এবং কেপলার-১৩ডি পর্যবেক্ষণ করা যায় ওই টেলিস্কোপে।

spaceএই দুইটি এক্সোপ্ল্যানেট সৌরজগতের বাইরে আবিষ্কৃত অন্য কোনও গ্রহের মতো নয়। এই দুইটি গ্রহই পানিতে পূর্ণ বলে মনে করছেন বিজ্ঞানীরা।

লাইরা নক্ষত্রমণ্ডলে ২১৮ আলোকবর্ষ দূরে একটি গ্রহমণ্ডলে অবস্থিত জলজগৎগুলো অনন্য বলে জানতে পেরেছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
 
জ্যোতির্বিজ্ঞানীরা কেপলার স্পেস টেলিস্কোপ ছাড়াও যমজ গ্রহগুলো আবিষ্কারের জন্য হাবল ও অবসরপ্রাপ্ত স্পিটজা স্পেস টেলিস্কোপের সহায়তা নেওয়া হয়েছে।

জোড়া গ্রহ আবিষ্কারের পর আলোড়ন পড়ে গিয়েছে মহাকাশ বিজ্ঞানে। জ্যোতির্বজ্ঞানীরা যে দুটি এক্সোপ্ল্যানেট একটি লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর