শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

রিয়েলমি ১০ প্রো: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফাস্ট চার্জিং ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২, ০৮:৫৯ এএম

শেয়ার করুন:

রিয়েলমি ১০ প্রো: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফাস্ট চার্জিং ফোন

রিয়েলমি ১০ প্রো সিরিজে নতুন দুইটি হ্যান্ডসেট এনেছে রিয়েলমি। একটি ১০ প্রো ৫জি। অন্যটি রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি। উভয় ফোনে রয়েছে  
১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা ও ফাস্ট চার্জিং সাপোর্ট।

রিয়েলমি ১০ প্রো ৫জি মডেল কেনা যাবে ৬ জিবি কিংবা ৮ জিবি র‌্যাম ভার্সনে। উভয় ভার্সনে স্টোরেজ ১২৮ জিবি। 


বিজ্ঞাপন


ডিভাইসটি চলবে অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে। সঙ্গে আছে রিয়েলমির নিজস্ব ইউজার ইন্টারফেস ৪.০। 

realmiএই ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট পাওয়া যাবে। সঙ্গে রয়েছে ৬৮০ নিটস সর্বোচ্চ ব্রাইটনেস। 

মোবাইল ফোনটি পরিচালনার জন্য কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দেওয়া হয়েছে। 

ছবি তোলার জন্য ফোনটির পেছনে আছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ১০৮ মেগাপিক্সেলের স্যামসাং এইচএম ৬ সেন্সর। সঙ্গে দেওয়া হয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে  ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।


বিজ্ঞাপন


ব্যাকআপের জন্য রিয়েলমির নতুন ফোনে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। 

realmiমিডরেঞ্জের এই স্মার্টফোনে রয়েছে জিওম্যাগনেটিক সেন্সর, লাইট সেন্সর, ডিসট্যান্স সেন্সর, জাইরোস্কোপ, অ্যাকসিলারেশন সেন্সর। 

কানেক্টিভিটির জন্য রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, টাইপ সি পোর্ট।

হাইপারস্পেস গোল্ড, ডার্ক ম্যাটার, নেবুলা ব্লু কালারে পাওয়া যাবে এই ফোন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর