শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে লক খোলার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে লক খোলার উপায়

স্মার্টফোন সুরক্ষিত রাখতে অনেকেই পাসওয়ার্ড ব্যবহার করেন। পাসওয়ার্ড ভুলেও যান কেউ কেউ। তখন ফোন আনলক করতে মেকানিকের দ্বারস্থ হন। টেকনোশিয়ানরা ফোন আনলক করে দেন ঠিকই, কিন্তু হারিয়ে যায় ফোনের মূল্যবান ডাটা। 

ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে আনলক করার অনেক উপায় রয়েছে। আপনি চাইলে এর জন্য  সার্ভিস সেন্টারে বা মোবাইল মেরামতের দোকানে গিয়ে নতুন সফটওয়্যার আপডেট করতে পারেন। 


বিজ্ঞাপন


এই প্রতিবেদনে মোবাইল লক ভাঙার নিরাপদ ও সহজ উপায় সম্পর্কে জানতে পারবেন আপনি। এই পদ্ধতি ব্যবহার করে আপনি ঘরে বসেই আপনার মোবাইল আনলক করতে পারবেন। 

passwordপ্রথম উপায়

সবচেয়ে সহজ উপায়গুলোর মধ্যে একটি হল গুগল অ্যাকাউন্ট থেকে পাসওয়ার্ড রিসেট করা। এটি দিয়ে আপনি আপনার ডেটা না হারিয়ে মোবাইলের লক ভাঙতে পারবেন। এর জন্য নিচে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করুন।

১ কয়েকবার পাসওয়ার্ড দিন, যাতে মোবাইল লক হয়ে যায় এবং আপনি ফরগেট পাসওয়ার্ড অপশন দেখতে পান।
২ ভুলে যাওয়া পাসওয়ার্ডে ক্লিক করুন।
৩ এখানে আপনাকে ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিতে বলা হবে। এতে, আপনি গুগল প্লে স্টোরে যে ইমেইল আইডি ব্যবহার করেন সেই একই ইমেইল আইডি লিখুন।
৪ এরপর সেট নিউ পাসওয়ার্ড অপশনে ক্লিক করুন।


বিজ্ঞাপন


password

দ্বিতীয় উপায়

অ্যানড্রয়েড মোবাইল পাসওয়ার্ড আনলক করার আরও একটি নিরাপদ উপায়। এর মাধ্যমে আপনি আপনার ডেটা না হারিয়েই মোবাইলের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। এই পদ্ধতি ব্যবহার করার জন্য, আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে। আপনার যদি একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকে, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি আপনার স্মার্টফোন আনলক করতে পারেন।

প্রথমত, আপনার কম্পিউটারে dr.fone অ্যানড্রয়েড ডেটা রিকভারি সফটওয়্যার ডাউনলোড ও ইনস্টল করুন।

সফটয়্যারটি ইনস্টল করার পরে, একটি ইউএসবি ক্যাবলের সাহায্যে আপনার মোবাইলটিকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করুন।
এবার সফটওয়্যারটি ওপেন করুন। এখানে আপনি অনেক অপশন দেখতে পাবেন। আনলক এ ক্লিক করুন।
এবার আপনার মোবাইলে ডাউনলোড মোড সেট করুন। এর জন্য স্ক্রিনে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করুন।
প্রথমে পাওয়ার অফ বোতাম টিপে মোবাইলটি সুইচ অফ করুন
তারপর একসঙ্গে ভলিউম ডাউন + হোম বোতাম + পাওয়ার বোতাম টিপুন।
এখন আপনি ডাউনলোড মোডে প্রবেশ না করা পর্যন্ত ভলিউম বোতাম টিপুন ও ধরে রাখুন।
ফোন ডাউনলোড মোডে থাকার পরে আপনার ডেটা পুনরুদ্ধার শুরু হবে।

এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পরে ডেটা না হারিয়েই আপনার মোবাইলের পাসওয়ার্ড আনলক/রিসেট করা হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর