বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালে অন্য অ্যাপস ব্যবহারের সুযোগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ১০:০৫ এএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালে অন্য অ্যাপস ব্যবহারের সুযোগ

হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে পিকচার ইন পিকচার মোড। এই মোড চালু হলে ভিডিও কল চলাকালে অন্য অ্যাপস ব্যবহারের সুযোগ মিলবে। 

শিগগিরই আইওএস বেটা ভার্সনে এই ফিচার চালু হবে। এর মধ্যেই কিছু সংখ্যক আইওএস বেটা টেস্টার এই ফিচার দেখতে পেয়েছেন। 


বিজ্ঞাপন


হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়াবেটা ইনফো এই তথ্য জানিয়েছে। ওয়াবেটা আরও জানায়, যেসমস্ত ইউজার হোয়াটসঅ্যাপের লেটেস্ট iOS 22.24.0.79 বেটা ভার্সন আপডেট করেছেন, তাদের মধ্যে অনেকেই এই পিকচার ইন পিকচার ফিচার দেখতে পেয়েছেন। আগামী দিনে অন্যান্য সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হবে। 

social mediaবর্তমানে হোয়াটসঅ্যাপের এই পিকচার ইন পিকচার মোড iOS 16.1 বা তার থেকে বেশি ভার্সনে উপলব্ধ রয়েছে। iOS 16 ভার্সানেও এই ফিচার চালু করার জন্য চেষ্টা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। 

অ্যাপেলের যেসমস্ত ডিভাইসে iOS 15 সাপোর্ট রয়েছে সেখানেও যাতে এই ফিচার চালু হয়, তা নিয়েও কাজ চলছে। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের ভিডিও কলের জন্য এই পিকচার ইন পিকচার মোড অ্যানড্রয়েড ভার্সানে চালু রয়েছে। এবার আইওএস ভার্সানে চালু হওয়ার পালা। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর