শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ফোনে অবাঞ্ছিত কল ব্লক করার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ০৯:৪৭ এএম

শেয়ার করুন:

ফোনে অবাঞ্ছিত কল ব্লক করার উপায়

অবাঞ্ছিত কল বিরক্তি বাড়ায়। বিশেষ করে স্প্যাম কল, টেলিমার্কেটিং কল বা কাস্টমার কেয়ার কল দেখলেই বিরক্ত হন অনেকেই। চাইলে এসব অপ্রত্যাশিত কল ব্লক করে রাখতে পারেন। জানুন কীভাবে ফোনে কল ব্লক চালু করবেন।  
 
অবাঞ্ছিত কল ব্লক করুন 

স্প্যাম কল বন্ধ করতে আপনার মোবাইলে ফোন অ্যাপ খুলতে হবে। এরপরে আপনাকে আপনার ফোনের সাম্প্রতিক কল অপশনে ক্লিক করতে হবে। এখন আপনাকে কল তালিকায় যেতে হবে ও আপনি যে নম্বরটিকে স্প্যাম হিসাবে চিহ্নিত করতে চান সেটি নির্বাচন করতে হবে।


বিজ্ঞাপন


callএরপর আপনাকে ব্লক/রিপোর্ট স্প্যাম অপশনে ট্যাপ করতে হবে। এই কাজ করলেই স্প্যাম নম্বর ব্লক হয়ে যাবে। এর পরে আপনি ভবিষ্যতে এই নম্বর থেকে কল পাবেন না। সেখানে দেখাবে,আপনার  নেটওয়ার্ক কোম্পানি ওই কলগুলি ব্লক করেছে

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর