কম্পিউটার কিংবা স্মার্টফোনে অনেকেই গেমস খেলেন। ফিচার ফোনের গেমেও কেউবা মজেন। এখনকার গেমসগুলোর বেশিরভাগই অনলাইন নির্ভর। কিছু কিছু গেমস আছে যেগুলো সারা পৃথিবীতেই খেলা হয়। বিশ্বব্যাপী জনপ্রিয় এমন কয়েকটি গেমস সম্পর্কে জানুন।
পাবজি মোবাইল
বিজ্ঞাপন
বিশ্বের আনাচে-কানাচে পৌঁছেছে পাবজি মোবাইল। এই গেমটির নাম শোনেনি এমন তরুণ খুঁজে পাওয়াই যেনো কঠিন! বিশ্বব্যাপী জনপ্রিয় গেমসের তালিকায় শীর্ষস্থানে রয়েছে এটি।
গেরিনা ফ্রি ফায়ার
গেরিনা ফ্রি ফায়ার গেমটি ফ্রি ফায়ার ব্যাটলগ্রাউন্ডস বা ফ্রি ফায়ার নামেও পরিচিত। এটি একটি ব্যাটল রয়্যাল গেম, যা ১১১ ডটস স্টুডিও ডেভেলপ করেছে। অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইস ব্যবহারকারীরা গেমটি উপভোগ করতে পারেন। ২০১৯ সালে এটি বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা মোবাইল গেম হয়ে উঠেছিল। ফ্রি ফায়ার বিশ্বজুড়ে বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয় করেছে।
এক্সবক্স
বিজ্ঞাপন
এক্সবক্সে একাধিক জনপ্রিয় গেমস রয়েছে। তার মধ্যে কয়েকগুলো বর্তমানে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। লুনার নিউ ইয়ার সেলে কম খরচে পাওয়া যাচ্ছে এক্সবক্সের গেম। এই প্লাটফর্মে খেলা যায় ফিফা, ব্যাটলফিল্ড ইত্যাদি।
এজেড

