চন্দ্রাভিযান শেষে পৃথিবীর পথে আর্টেমিস ১ 

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ০৮:৫০ এএম
চন্দ্রাভিযান শেষে পৃথিবীর পথে আর্টেমিস ১ 

চন্দ্র অভিযান শেষ করে পৃথিবীর দিকে এগিয়ে আসছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস ১ ওরিয়ান স্পেসক্রাফট। বৃহস্পতিবার পৃথিবীতে ফিরে আসতে চাঁদের কক্ষপথ ছেড়েছে নাসার এই আধুনিক প্রজন্মের মহাকাশযানটি। 

২৫ নভেম্বর আর্টেমিস ১ চাঁদের চারপাশে দূরবর্তী বিপরীতমুখী অবস্থানে ছিল। ১১ ডিসেম্বর ক্যাপসুলটি সমুদ্রে ছিটকে পড়বে বলে মনে করা হচ্ছে।

এখন এই মিশন যদি সত্যিই সফল হয়, তাহলে ক্রু সমেত আর্টেমিস ২ ফ্লাইট চাঁদের উদ্দেশ্যে পাঠাবে নাসা। 

nasa২০২৪ সালের প্রথম দিকেই সেই ফ্লাইটটি পৃথিবীতে ফিরে আসবে বলে জানিয়েছে স্পেস সংস্থাটি। এই মিশনেই কয়েক বছর পর নাসা চাঁদে অবতরণের জন্য মহাকাশচারীদের পাঠাবে, যাদের মধ্যে একজন নারী থাকার কথা রয়েছে। 

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলে মহাকাশচারী পাঠাতে আরও অন্তত দেড় দশক সময় লাগবে বলে মনে করা হচ্ছে।

nasaএই মিশনের সবথেকে বড় উদ্দেশ্য হল, ওরিয়নের হিট শিল্ডের ডিউরেবিলিটি টেস্ট করা। কারণ, এটি ২৪ হাজার ৫০০ মাইল প্রতি ঘণ্টায় পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করে, যা মহাকাশ স্টেশন থেকে পুনরায় প্রবেশের তুলনায় তুলনামূলকভাবে দ্রুত।

মহাকাশযানটি ১০টি ক্ষুদ্র বিজ্ঞান-ভিত্তিক উপগ্রহও সেট করতে প্রস্তুত, যা চাদের দক্ষিণ মেরুতে বরফ জমার রূপরেখা চিহ্নিত করতে মোতায়েন করা হবে। সেখানেই আর্টেমিস অবশেষে মহাকাশচারীদের নিয়ে অবতরণ করবে বলে জানা গিয়েছে।

এজেড