শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

অন্ধদের দৃষ্টি ফেরাতে মস্তিষ্কে চিপ বসাবে ইলন মাস্কের নিউরালিংক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২২, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

অন্ধদের দৃষ্টি ফেরাতে মস্তিষ্কে চিপ বসাবে ইলন মাস্কের নিউরালিংক

আগামী ছয় মাসের মধ্যেই মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ বসানোর উদ্যোগ নিয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিংক। মস্তিষ্কে  চিপ প্রতিস্থাপনের ক্লিনিকাল ট্রায়াল শুরু করার প্রস্তুতি নিয়েছে হাইটেক প্রতিষ্ঠানটি।
 
যদিও চিপ তৈরির অত্যাধুনিক প্রযুক্তিটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।
 
নিউরালিংক দাবি করছে, এই প্রযুক্তির সাহায্যে প্রতিবন্ধী রোগীরা আবার সহজে চলাফেরা করতে পারবেন।
musk
সংস্থাটির প্রধান ইলন মাস্ক জানিয়েছেন, এই প্রযুক্তির সাহায্যে যাদের আংশিক দৃষ্টিশক্তি নেই, তাদেরও দৃষ্টি ফিরিয়ে আনা সম্ভব হবে।
 
নিউরালিংকের সদর দপ্তরে এই প্রযুক্তির কাজ কত দূর এগিয়েছে সেই নিয়ে এক মিটিংয়ে মাস্ক বলেছেন, ‘মানুষের মস্তিষ্কে প্রতিস্থাপন করার আগে আমাদের ভীষণ সতর্ক হতে হবে ডিভাইসটি নিয়ে। কোনও ক্ষেত্রে যেন কোনও রকম ত্রুটি না থাকে সে বিষয় বিশেষ নজর দিতে হবে।’
 
নিউরালিংকের এই বিশেষ ডিভাইসটি প্রথম দিকে মানুষের দৃষ্টিশক্তি ফেরাতে এবং যারা পেশির সঞ্চালন করতে অক্ষম তাদেরও সাহায্য করতে পারবে। 
musk
এ নিয়ে ইলনের ভাষ্য, ‘জন্ম থেকেই যাদের দৃষ্টিশক্তি নেই, তাদেরও দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে পারবে এই ডিভাইস, এমনটাই আশা আমাদের।’
 
প্রতিষ্ঠানটি ‘সার্জিক্যাল রোবট’ নামে একটি নতুন ধরনের রোবট নিয়ে কাজ করছে, যা উন্নত চিপ বসানোর জন্য দ্রুত মানুষের মাথার খুলির একটি অংশ কেটে ফেলবে। এন১ চিপ হল একটি ছোট মাইক্রো-প্রসেসর যা এক জন ব্যক্তির মস্তিষ্কের মধ্যে দৃঢ় ভাবে প্রতিস্থাপন করা হবে। 
musk
এই চিপটি মানুষের মস্তিষ্ককের কার্যকলাপ রেকর্ড করার ও মস্তিষ্ককে উদ্দীপিত করার ক্ষমতা রাখে। রিপোর্ট অনুসারে, এ ক্ষেত্রে কানের চার পাশে পাতলা ইলেক্ট্রোড বসানো হবে যা সরাসরি মস্তিষ্কের সঙ্গে যুক্ত থাকবে। এই ইলেক্ট্রোড দ্বারা প্রেরিত বৈদ্যুতিক তরঙ্গ মস্তিষ্ককে উদ্দীপিত করবে।
 
এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর