শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

অ্যাপলের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটেছে: ইলন মাস্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

অ্যাপলের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটেছে: ইলন মাস্ক

অ্যাপলের আইফোন ও অ্যাপ স্টোর থেকে টুইটার অ্যাপ সরিয়ে দেওয়া হচ্ছে। এমন গুঞ্জনে চটেছিলেন টুইটারের সিইও শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। অ্যাপলের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন প্রয়োজনে তিনি স্মার্টফোন তৈরি করবেন, অ্যাপস স্টোর ডেভেলপ করবেন। কিন্তু ইলনের হুমকি-ধামকির দুই দিনের মাথায় আপোসের প্রস্তাব এল। সুর নরম করলেন স্পেস এক্সের কর্ণধার। অ্যাপলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে বললেন, ‘অ্যাপলের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটেছে’।  

শুক্রবার টুইট করে ইলন জানিয়েছেন,  আপাতত সমস্যার সমাধান হয়েছে।


বিজ্ঞাপন


টুইটে মাস্ক আরও জানিয়েছেন, বৈঠকে টিম কুক ইলনকে আশ্বস্ত করেছেন, অ্যাপেল কখনোই টুইটারকে অ্যাপ স্টোর থেকে বিতাড়িত করার কথা ভাবেনি। 

muskদুই পক্ষের বিবাদের সূত্রপাত দিন কয়েক আগেই। মাস্ক অভিযোগ করেন, টুইটারকে তাদের অ্যাপ স্টোর থেকে ব্লক করে দেওয়ার হুমকি দিচ্ছে অ্যাপল। অ্যাপেল টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করছে বলেও অভিযোগ উঠেছিল মাস্কের পক্ষ থেকে।

নিজের বার্তার সঙ্গেই মাস্ক অ্যাপলের হেড কোয়ার্টারের একটি ভিডিও পোস্ট করেছেন টুইটারে। টিম কুকের উদ্দেশে জানিয়েছেন তাকে সময় দেওয়ার জন্য এবং হেড কোয়ার্টার ঘুরিয়ে দেখানোর জন্য ধন্যবাদ। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর