শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

অ্যামাজন পুরনো কর্মী ছাঁটাই করে নতুন কর্মী নিচ্ছে 

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ০১:০৯ পিএম

শেয়ার করুন:

অ্যামাজন পুরনো কর্মী ছাঁটাই করে নতুন কর্মী নিচ্ছে 

বিশ্বখ্যাত ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন সম্প্রতি ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। বিপুল সংখ্যক কর্মীবাহিনী ছাঁটাই করতে না করতেই নতুন করে কর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি। অ্যামাজনের ক্লাউড বিভাগে নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে। 

এদিকে অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি জানিয়েছেন তাদের কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া ২০২৩ সাল অর্থাৎ আগামী বছরেও চালু থাকবে। অর্থাৎ আরও কর্মী ছাঁটাই করবে অ্যামাজন।


বিজ্ঞাপন


পুরনো কর্মী ছাঁটাই করে নতুন কর্মী নেওয়ার ঘোষণায় আমেরিকার এই ই-কমার্স প্ল্যাটফর্মটির ভেতরে-বাইরে সমালোচনা হচ্ছে। 

amazonসম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

অ্যামাজনের ওয়েব সার্ভিস সেল এবং মার্কেটিং টিমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ম্যাট গারম্যান জানিয়েছেন, অ্যামাজন ওয়েভ সিরিজ বিজনেসে নতুন করে কর্মী নেওয়া হবে। নতুন কর্মী নিয়োগ করা হবে আগামী বছর। এবছর কোনও কর্মী নিয়োগ করা হবে না। 

বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের এই প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়েছিল টুইটারের হাত ধরে। তারপর কর্মী ছাঁটাই করেছে মেটা কর্তৃপক্ষও। এবার সেই তালিকায় নাম জুড়েছে অ্যামাজনের। 


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর