বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

নকিয়া জি১১ প্লাস: সাশ্রয়ী দামের ফোনে শক্তিশালী ব্যাটারি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ১১:১৮ এএম

শেয়ার করুন:

নকিয়া জি১১ প্লাস: সাশ্রয়ী দামের ফোনে শক্তিশালী ব্যাটারি

সম্প্রতি বাজারে এসেছে নকিয়ার নতুন ফোন জি১১ প্লাস। এটি একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন। সস্তার এই ফোনে চোখ কপালে তোলার মতো ফিচার না থাকলেও ব্যাটারি ব্যাকআপের নিরিখে প্রতিযোগীদের টেক্কা দিতে পারবে এই ফোন। 

ডিজাইন


বিজ্ঞাপন


ফোনের পিছনে ক্যামেরা মডিউল ডিজাইন কোম্পানির অন্যান্য ফোনের মতোই। ফোনের পিছনে রয়েছে নকিয়া ব্র্যান্ডিং। ফোনের পেছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডান দিকে রয়েছে ভলিউম ও পাওয়ার বাটন। এছাড়াও রয়েছে সিম ট্রে। ফোনের উপরে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক। এই ফোন হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা কম।

nokiaপারফরম্যান্স

পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য এই ফোনে রয়েছে ইউনিসক টি৬০৬ চিপসেট ও ৪ জিবি র‌্যাম। সঙ্গে রয়েছে ৬৪ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনে অতিরিক্ত ৫১২ স্টোরেজ ব্যবহার করা যাবে। 

আপনি যদি ফিচার ফোন থেকে আপগ্রেড করে একটি বেসিক স্মার্টফোন কিনতে চান তবে আপনার জন্য আদর্শ এই ফোন। এই ফোনে খুব বেশি মাল্টিটাস্কিং করা যাবে না। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ও সাধারণ কাজের জন্য ফোন খুঁজলে এই ফোন কিনতে পারেন। 


বিজ্ঞাপন


nokia

অপারেটিং সিস্টেম

নকিয়া জি১১ প্লাস মডেলে রয়েছে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম। তবে এই ফোনে কোনও অপ্রয়োজনীয় অ্যাপ থাকছে না। ৯০ হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে এই ফোনে ১৮০ হার্জ টাচ স্যামপ্লিং রেট পাবেন। তবে এই ফোনে ভারি গেম না খেলাই ভালো।

ক্যামেরা

নকিয়ার নতুন হ্যান্ডসেটটির পেছনে রয়েছে 2টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় পাবেন ৫০ মেগাপিক্সেলের সেন্সর। সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ডেপ্ত সেন্সর। দিনের আলোতে এই ফোনে ভালোই ছবি উঠবে। যদিও ছবিতে ডিটেলিং অথবা শার্পসেন পাবেন না। এছাড়াও চাইলে এনেবেল করা যাবে পোট্রেট মোড। এছাড়াও ক্যামেরায় রয়েছে প্যানোরমা, টাইম ল্যাপস মোড। পোট্রেট মোডে ভালো ছবি তুলতে পারবেন। তবে এই ফোনের নাইট মোড আপনাকে হতাশ করবে। কল আলোতে ঝাপসা ছবি উঠবে। দিনের আলোতে ভালো সেলফি তুলবে এই ফোনের ফ্রন্ট ক্যামেরা।

nokiaব্যাটারি

এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ ব্যাটারি। ফোনের ভিতরে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে ৩ দিন চলবে এই ফোন। ব্যাটারি চার্জ দেওয়ার জন্য রয়েছে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর