বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

অ্যানড্রয়েড ১৩ আপডেট পেল ভিভো এক্স ৮০

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ১১:০৯ এএম

শেয়ার করুন:

অ্যানড্রয়েড ১৩ আপডেট পেল ভিভো এক্স ৮০

ভিভো এক্স ৮০ বাজারে এসেছিল অ্যানড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ অরিজিন ওএস ওশেন অপারেটিং সিস্টেমে। এবার এই ফোনে আপডেট এলো। শিগগিরই ব্যবহারকারীরা হ্যান্ডসেটিতে অ্যানড্রয়েড ১৩ ফানটাচ ওএস আপডেট পাবেন। ইতিমধ্যে নতুন এই আপডেট রোল আউট শুরু হয়েছে। প্রথমে বেটা টেস্টাররা তাদের ফোনে আপডেট পান। পরে গ্লোবাল ইউজারদের জন্য উন্মুক্ত করা হচ্ছে নতুন আপডেট।
 
ভিভোর নতুন এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ১ প্রসেসর ব্যবহৃত হয়েছে। 

vivoভিভো এক্স ৮০ মডেলটির নতুন আপডেট নম্বর:PD2185BF_EX_A_13.1.10.13.W30 এই আপডেটটির আকার ৬.২৪ জিবি।


বিজ্ঞাপন


১ নভেম্বর থেকে গ্লোবাল ইউজাররা নতুন আপডেট ফোনে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন।  

নতুন আপডেটে ফোন কুলিং ম্যানেজার অ্যাপ রয়েছে। ভিভো বলছে এই অ্যাপের মাধ্যমে ফোন অত্যাধিক গরম হওয়ার থেকে রক্ষা পাবে। 

ভিভো এক্স ৮০ ফোনটিতে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে রয়েছে। ফোনটি পাওয়া যাচ্ছে ৮/১২ জিবি র‌্যাম ভার্সনে। এর মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। 

vivoব্যাকআপের জন্য ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে ডিভাইসটিতে। বিশেষ ফিচার হিসেবে রয়েছে ত্রিপল রিয়ার ক্যামেরা, জিপিএস, গ্রাফিক্স কার্ড ইত্যাদি। 


বিজ্ঞাপন


ফোনটির দাম ৫৫৮ ডলার। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর