ইউটিউবের মতো টুইটারেও আয় করা যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক

ভিডিও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর! ইউটিউবের মতো টুইটারেও ভিডিও আপলোড করে আয় করা যাবে।
টুইটারের বর্তমান মালিক ইলন মাস্ক এই তথ্য জানিয়েছেন।
তিনি এও জানান, টুইটারে সবার জন্য আলাদা আলাদা ব্লু টিক চালু করা হবে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য আলাদা ব্লু টিক থাকবে।
সম্প্রতি ইলন মাস্ক এক টুইটে বলেন, ব্লু টিক সাবস্ক্রিপশন আনতে দেরি হচ্ছে। কেননা, প্ল্যাটফর্মটিতে অনেক ভুয়া ব্যবহারকারী রয়েছে।
মাস্ক জানান, শিগিগিরই টুইটারে ইউটিউবের মতো একটি ভিডিও পরিষেবা শুরু হবে। যেখান থেকে কনটেন্ট ক্রিয়েটররা ইউটিউবের মতো আয় করতে পারবেন।
ইলন মাস্ক আরও জানিয়েছেন, ব্লু টিক চিহ্নের রং বদলাতে চলেছেন তিনি।
এজেড