শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ফেসবুক প্রোফাইলে বাদ পড়ছে ধর্ম ও রাজনৈতিক বিশ্বাস

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ০৩:৩২ পিএম

শেয়ার করুন:

ফেসবুক প্রোফাইলে বাদ পড়ছে ধর্ম ও রাজনৈতিক বিশ্বাস

১ ডিসেম্বর থেকে ফেসবুকে বড় পরিবর্তন আসছে। ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের কিছু তথ্য সরিয়ে দিচ্ছে মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠান। 

ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীর যোগাযোগের ঠিকানাসহ ব্যক্তিগত চারটি তথ্য আর প্রদর্শন করা হবে না। ইতিমধ্যে প্রায় ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠানো হয়েছে। 


বিজ্ঞাপন


fbফেসবুকের পাঠানো নোটিফিকেশনে বলা হয়েছে, ১ ডিসেম্বর থেকে ‘অ্যাড্রেসেস’, ‘ইন্টারেস্টেড ইন’, ‘রিলিজিয়াস ভিউজ’ এবং ‘পলিটিক্যাল ভিউজ’-এই চারটি তথ্য দেখাবে না। এসব তথ্য সংরক্ষণের জন্য ডাউনলোড করার সুযোগ দিচ্ছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম। 

এতদিন প্রোফাইল অ্যাকাউন্টে সেক্স, পলিটিক্যাল ভিউ, রিলিজিয়াস ভিউ প্রদর্শন করত। ১ ডিসেম্বর থেকে এগুলো বাদ যাচ্ছে। 

মেটার মূখপাত্র এমিল ভ্যাসকেজ জানিয়েছেন, ফেসবুক ব্যবহারকারীদের কাজ সহজ করতে এ পরিবর্বতনগুলো আসছে।

fbএমিল বলেন, ফেসবুক প্রোফাইল ব্যবহাকারীদের আমরা তাদের নোটিফিকেশন পাঠিয়ে জানাচ্ছি যে এই শ্রেণিগুলো মুছে দেওয়া হবে। তারা চাইলে এসব তথ্য সংরক্ষণের সুযোগ পাবেন। 


বিজ্ঞাপন


এদিকে মেটায় চলছে অস্থিরতা। ইতিমধ্যে ১১ হাজার কর্মী ছাঁটাই হয়েছেন। ছাঁটাইয়ের মুখে আরও হাজার খানেক কর্মী। অনেকে পরিস্থিতি বিবেচনা করে আগেভাগেই মেটা ছেড়ে সুবিধাজনক চাকরিতে যোগ দিচ্ছেন। 

fbশুধু ফেসবুক নয় কর্মী ছাটাইয়ের এই ডামাডোল বেজেছে টুইটার, অ্যামাজনের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলোতেও। 

এজেড 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর