ক্ষমা চাইলেন ইলন মাস্ক

জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারের দখল এখন পৃথিবীর শীর্ষ ধনকুবের ইলন মাস্কের হাতে। সম্প্রতি টুইটার অধিগ্রহণ করেছেন টেসলা খ্যাত এই তরুণ উদ্যোক্তা। এদিকে টুইটার হাত বদল হওয়ার পর বিভিন্ন দেশে প্ল্যাটফর্মটি ব্যবহারে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। কোথাও কোথাও টুইটার চলছে ধীর গতিতে। এ কারণে ব্যবহারকারীদের কাছে ক্ষমা চাইলেন মাস্ক।
এই সপ্তাহের শুরুতে এক টুইটে ইলন মাস্ক ব্যবহারকারীদের কাছে ক্ষমা চান।
টুইটে মাস্ক লিখেছেন, ‘কয়েকটি দেশে টুইটার অবিশ্বাস্য স্লো চলার কারণে আমি ক্ষমাপ্রার্থী।’
তিনি আশ্বাস দেন দ্রুতই এই সমস্যার সমাধান হবে।
এদিকে টুইটার কেনার পর পরই বিপুল কর্মী ছাটাই করা হয়েছে। যার ফলে কর্মীদের মনে ক্ষোভ রয়েছে। ইতিমধ্যে বিনা নোটিশে ৪৪০০ কর্মী ছাটাই করা হয়েছে।
টুইটার কেনার পর থেকেই একের পর এক নতুন নিয়ম আরোপ করেন স্পেস এক্সের এই কর্ণধার। গত সপ্তাহে মাস্ক ঘোষণা দেন ৮ ডলার খরচ করে টুইটার অ্যাকাউন্ট ভেরিফাই করা যাবে। যদিও ব্যবহারকারীদের সমালোচনার মুখে সেই নিয়ম থেকে সরে আসেন মাস্ক।
এজেড