বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

রিয়েলমি ১০: বড় ডিসপ্লের সঙ্গে প্রিমিয়াম ডিজাইন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ১০:৫৫ এএম

শেয়ার করুন:

রিয়েলমি ১০: বড় ডিসপ্লের সঙ্গে প্রিমিয়াম ডিজাইন

বাজারে এলো রিয়েলমি ১০ মডেল। দুর্দান্ত ডিজাইন, বড় ডিসপ্লে এবং শক্তিশালী কনফিগারেশনে এই হ্যান্ডসেট কেনা যাবে। 

রিয়েলমির নতুন এই ডিভাইসে রয়েছে মিডিয়াটেক হেলিও প্রসেসর। রিয়েলমি ৯ এর তুলনায় ২৫ শতাংশ বেশি পারফরম্যান্স পাওয়া যাবে এই ফোনে। এছাড়াও প্রসেসরে ২০ শতাংশ কম শক্তি ক্ষয় করবে এই ফোনের প্রসেসর। ফলে মিলবে আগের থেকে ভালো ব্যাকআপ। 


বিজ্ঞাপন


realmi৪, ৬ ও ৮ জিবি র‌্যাম ভার্সনে ফোনটি কেনা যাবে। এর বিল্টইন স্টোরেজ ২৫৬  জিবি পর্যন্ত। যা মাইক্রোএসডি কার্ডের  মাধ্যমে আরও বাড়ানো যাবে। 

এই ফোনে সুপার অ্যামোলিড ডিসপ্লে দিয়েছে রিয়েলমি। ৯০ হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে এই ফোনের ডিসপ্লেতে থাকছে ৩৬০ হার্জ টাচ স্যামপ্লিং রেট। ৬.৪ ইঞ্চির ডিসপ্লেতে পাবেন ১০০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস।

রিয়েলমি ১০ মডেলের ফোনের পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও ২ মেগাপিক্সেলের ডেপ্ত সেন্সর থাকছে এই ফোনে। 

realmiব্যাকআপের জন্য ডিভাইসটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছে রিয়েলমি। এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার। রিয়েলমি দাবি করছে মাত্র ২৮ মিনিটে এই ফোনের ব্যাটারি অর্ধেক চার্জ হবে। ফুল চার্জ হতে সময় লাগবে ১ ঘণ্টা ১০ মিনিট। 


বিজ্ঞাপন


জিএসএম এরিনার প্রতিবেদন অনুযায়ী রিয়েলমি ১০ মডেলের দাম শুরু হয়েছে ২৩০ মার্কিন ডলার থেকে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর