বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

চন্দ্রগ্রহণ নিয়ে প্রচলিত যত কুসংস্কার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২২, ১১:১২ এএম

শেয়ার করুন:

চন্দ্রগ্রহণ নিয়ে প্রচলিত যত কুসংস্কার

আজ ৮ নভেম্বর মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই গ্রহণের আলাদা তাৎপর্য রয়েছে। গ্রহণ একটি ভৌগলিক ঘটনা। যদিও জ্যোতিষশাস্ত্রে গ্রহণের ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।  

অনেকেই মনে করেন চন্দ্রগ্রহণের প্রভাব মানুষের জীবনে পড়ে। আসলেই কি তাই?
 
সূর্য এবং চাঁদ একাধিক উপায়ে আমাদের জীবনকে পরিচালনা করে। সূর্য ও চাঁদ দিন ও রাতের ইঙ্গিত দেয়।


বিজ্ঞাপন


moonবিজ্ঞান বনাম জ্যোতিষ শাস্ত্র

পৃথিবী থেকে তাদের অবস্থান জ্যোতির্বিদ্যাতেও অত্যন্ত তাৎপর্য বহন করে। পৌরাণিক যুগ থেকেই গ্রহণ (চন্দ্র ও সূর্য উভয়) মানুষের জন্য ক্ষতিকর এটা মেনে আসা হয়েছে। প্রাচীন ভারত মহাদেশের সংস্কৃতির গভীর শিকড়ে এই প্রচলিত বিশ্বাসগুলো প্রবেশ করে ফেলেছে, কিন্তু এই দাবীর পেছনে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। শুধুমাত্র বিশ্বাস ও কুসংস্কার মেনে এই রীতিগুলি অনুসরণ করা হয়।

গর্ভাবস্থায় প্রভাব ফেলে?

গ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা এবং এটি আপনার গর্ভাবস্থার ওপর কোন প্রভাব ফেলবে না। সুতরাং, এই পুরনো সময়ের অভ্যাসগুলোতে বিশ্বাস না করাটাই ভালো।


বিজ্ঞাপন


আপনি যদি গর্ভবতী হন চেষ্টা করবেন দীর্ঘ সময় খাবার বা পানি না খেয়ে বাইরে না থাকার, এতে ডিহাইড্রেশন হতে পারে।

moonচন্দ্রগ্রহণ নিয়ে যত কুসংস্কার

চন্দ্রগ্রহণকে ঘিরে আমাদের সমাজে নানা কুসংস্কার আছে। যদিও এর বৈজ্ঞানিক ভিত্তি নেই। কিন্তু বছরের পর বছর ধরে এগুলো অন্ধভাবে মানা হচ্ছে। জানুন চন্দ্রগ্রহণ নিয়ে প্রচলিত কুসংস্কারগুলো:  
  
১. গ্রহণের সময় গর্ভবতী মায়েরা কোনও কিছু খেলে সন্তান পেটুক হয়। 

২. এ সময় কিছু কাটলে, বিশেষ করে মাছ কাটলে ঠোঁট কাটা, কান কাটা বা নাক কাটা সন্তানের জন্ম হয়।

৩. মনে করা হয়, গ্রহণের সময় গাছের ডাল ভাঙলে বা বাঁকানোর চেষ্টা করলে হাত-পা বাঁকানো (পোলিও) সন্তানের জন্ম হয়। গ্রহণের সময় খেতে নেই, তৈরি করা খাবার ফেলে দিতে হয়।

এগুলো নিছক কুসংস্কার। বিজ্ঞান বলছে, সূর্যগ্রহণের সঙ্গে এগুলোর ভিত্তি নেই।

moonএমনকি গ্রহণ দেখাও নিষেধ অনেকের কাছে। হয়ত রাহু বা ড্রাগনের সূর্যকে গিলে ফেলার ভয়ে, ছায়া লহরীর সাপদের এড়াতেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হতো।

এখন আমরা জানি, সূর্য আর পৃথিবীর মাঝখানে চাঁদ এসে যাওয়ার কারণেই গ্রহণ হয়। তাই ক্ষতিকারক কোনও জীবাণুর জন্ম, কোনও বিশেষ রশ্মির প্রভাব ইত্যাদি অবান্তর।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর