শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

রিয়েলমি আনছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২২, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

রিয়েলমি আনছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

শাওমি ও মটোরোলার পর এবার ২০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে রিয়েলমি। ফোনটির মডেল রিয়েলমি ১০ আল্ট্রা। 

সম্প্রতি রিয়েলমি ১০ আল্ট্রার পোস্টার প্রকাশি হয়েছে। সেখানে এই ফোনের ক্যামেরাসহ বিভিন্ন স্পেসিফিকেশন জানানো হয়েছে।


বিজ্ঞাপন


পোস্টারে জানানো হয়েছে, রিয়েলমি ১০ আল্ট্রাতে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ মডেলের চিপসেট।

realmiফোনটির চমক ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ছবি পোস্টারে দেখা গেছে। এছাড়া আর কোন তথ্য জানা যায়নি। সেখানে এই ফোনে কার্ভড ডিসপ্লে দেখা গিয়েছে। যদিও নতুন ফোন লঞ্চ সম্পর্কে এখনও কোন মন্তব্য করেনি রিয়েলমি। 

রিয়েলমির নতুন হ্যান্ডসেটে ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলিড ডিসপ্লে ব্যবহার হবে। এই ফোনের ডিসপ্লেতে ৯০ হার্জ রিফ্রেশ রেট দিয়েছে রিয়েলমি। রয়েছে হোল পাঞ্চ ডিজাইনের ডিসপ্লে। 

হ্যান্ডসেটটিতে ৮ জিবি র‌্যাম ও ৮ জিবি ডায়নামিক র‌্যাম থাকবে। 


বিজ্ঞাপন


২০০ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়াও নতুন এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা থাকছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 

এই ফোনে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব রিয়েলমি ইউজার ইন্টারফেস ৩.০।

realmiদুর্দান্ত সাউন্ডের জন্য এই ফোনে রয়েছে আল্ট্রা বুম স্পিকার। থাকছে হাই-রেস অডিও কোয়ালিটি সাপোর্ট। 

ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি দ্রুত চার্জ দেওয়ার জন্য ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার দেবে রিয়েলমি। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর