শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

চোখের পলকে ফুল চার্জ হবে ফোনের ব্যাটারি!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২২, ০৮:১৪ পিএম

শেয়ার করুন:

চোখের পলকে ফুল চার্জ হবে ফোনের ব্যাটারি!

চোখের পলকে ফুল চার্জ হবে ফোনের ব্যাটারি। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। আপনার হাতে যদি থাকে অপো ফাইন্ড সিরিজের ফোন তবে এক নিমিষেই চার্জ দিতে পারবেন। 

দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির চার্জিং স্মার্টফোন আনছে অপো। এই ফোনের মডেল কী হতে পারে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। 


বিজ্ঞাপন


oppoডিভাইসটিতে দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য ২৪০ ওয়াটে ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। 

অপো এই প্রযুক্তিতে বলছে সুপারভোক ফ্ল্যাশ চার্জ টেকনোলজি। প্রতিষ্ঠানটি দাবি করছে মাত্র ৯ মিনিটে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ফুল চার্জড 
হয়ে যাবে।

সব ঠিক থাকলে ২০২৩ সালেই বাজারে আসবে এই ফোন। 

oppoযদিও এখনই অপো তাদের হালআমলের ফোনে সুপারভোক চার্জিং প্রযুক্তি ব্যবহার করে। তবে ২৪০ ওয়াটের চার্জার আগে কখনো অপো ফোনে দেখা যায়নি। 


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর