মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অস্ট্রেলিয়ায় আমি যেসব হ্যাম রেডিও ব্যবহার করি

বেলায়েত রবিন
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২২, ১১:২৬ এএম

শেয়ার করুন:

অস্ট্রেলিয়ায় আমি যেসব হ্যাম রেডিও ব্যবহার করি

নতুন হ্যামরা আমি কী কী রেডিও ব্যবহার করি সে সম্পর্কে জানতে চান। তাই ভাবছিলাম কয়েকটা পোস্ট দিয়ে ডিটেইলস জানাই। 

অনেকেই জানেন, আমি অস্ট্রেলিয়াতে থাকি। এখানে হ্যাম রেডিও রেগুলেশন অনেক ভালো। 


বিজ্ঞাপন


আপনি চাইলে যেকোনো মডেলের যতগুলো খুশি রেডিও ট্রান্সসিভার কিনতে এবং রাখতে পারেন। আপনাকে কোনো এনওসি নিতে হবে না।

শুধু খেয়াল রাখতে হবে হ্যামদের বরাদ্ধকৃত ফ্রিকুয়েন্সির বাইরে ট্রান্সমিশন করা যাবে না। 

আমার কাছে এনালগ/ডিজিটাল পোর্টেবল, মোবাইল এবং বেস স্টেশন মিলিয়ে আটটা রেডিও আছে। 

ham radioআজকে দুইটা রেডিও নিয়ে লিখলাম। এই দুইটা পোর্টেবল রেডিও আমি বেশি ব্যবহার করি। 


বিজ্ঞাপন


প্রথমটা হলো আমার অল টাইম ফেভরিট Yaesu VX-7R.

এটা একটা এনালগ রেডিও। এটা 6M, 2M এবং 70CM অ্যামেচার ব্যান্ডে ট্রান্সমিট করে। ট্রান্সমিশন এবং রিসেপশনের মান খুবই ভালো।

এই রেডিওটির আরেকটা প্লাস পয়েন্ট হলো AM মডুলেশন রিসিভ করে। এর মানে এইটা দিয়ে এয়ারব্যান্ড (পাইলটদের কথা) রিসিভ করা যায়। 

এই মডেলের রেডিও বেশির ভাগ সময় আমার গাড়িতেই থাকে। সিডনি শহরে VHF/UHF মিলিয়ে অনেকগুলো রিপিটার। সুতরাং গাড়িতে বসে এই রেডিও দিয়ে সহজেই কমিউনিকেশন করতে পারি। 

ham radioএই রেডিও সম্পর্কে আরো জানতে চাইলে এই লিংকে ক্লিক করুন।

এখন আমার দ্বিতীয় রেডিও সম্পর্কে বলছি। রেডিওর মডেল হলো Retevis RT-3.এটি কটি ডিএমআর রেডিও। শুধু UHF বা 70CM ব্যান্ড কভার করে। 

ডিএমআর হলো একধরনের ডিজিটাল মডুলেশন। উন্নত দেশগুলোতে হ্যামরা এখন বেশিরভাগ ডিজিটাল মডুলেশন ব্যবহার করে। 

কয়েকটি জনপ্রিয় ডিজিটাল মডুলেশন হলো DMR, P25, C4FM, NXDN এবং D-Star

ham radioআমার প্রতিটা ডিজিটাল মডুলেশন এ কাজ করার সুযোগ হয়েছে আর আমার পরবর্তী লেখায় এই মডুলেশন নিয়ে আলাপ করার ইচ্ছা আছে। 

সিডনিতে এনালগ এফএম রিপিটারের সঙ্গে একটা করে মাল্টিমোড ডিজিটাল রিপিটার আছে। আর প্রতিটা ডিজিটাল রিপিটার ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী সংযুক্ত। কাজেই আমি এই রেডিওটি দিয়ে অনায়াসেই পৃথিবীর আরেকপ্রান্তে হ্যামদের সাথে কথা বলতে পারি। ডিজিটাল মডুলেশন হওয়াতে শব্দের গুণগত মান অসাধারণ।   

এই রেডিও সম্পর্কে আরো জানতে চাইলে এই লিংকে লিংক করুন।

আমার এই লেখাটা নতুন হ্যাম বা যারা হ্যাম হবেন তাদের জন্যে।  কারো প্রশ্ন থাকলে কমেন্টসে লিখতে পারেন। সবাই ভালো থাকবেন। 73

লেখক: অস্ট্রেলিয়া প্রবাসী অ্যামেচার রেডিও অপারেটর
বাংলাদেশের কল সাইন: S21RB, অস্ট্রেলিয়ান কল সাইন VK2VRB

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর