শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

হাবল স্পেস টেলিস্কোপে ধরা পড়ল ২২০০০ আলোকবর্ষ দূরের তারার ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

হাবল স্পেস টেলিস্কোপে ধরা পড়ল ২২০০০ আলোকবর্ষ দূরের তারার ছবি

পৃথিবী থেকে ২২ হাজার আলোকবর্ষ দূরের একটি গ্লোবুলার ক্লাস্টারের ছবি তুলল আলোচিত হাবল স্পেস টেলিস্কোপ। ওই ছবিতে আশ্চর্যজনক স্বচ্ছতার সঙ্গে হাজার হাজার তারা দেখা গিয়েছে।

সম্প্রতি হাবলের তোলা নতুন এই ছবি অনেককে মুগ্ধ করেছে।  ছবিটি টেরানন ১ ক্লাস্টারের এক ঝলক দেখিয়েছে।


বিজ্ঞাপন


গত ১০ অক্টোবর ছবিটি নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি  প্রকাশ করেছিল।

spaceএর আগে ২০১৫ সালে হাবল টেরজান ১-এর ছবি তুলে এনেছিল। কিন্তু সেই ছবিটি হাবলের ওয়াইড ফিল্ড প্ল্যানেটারি ক্যামেরা ২ দ্বারা ক্লিক করা হয়েছিল। যা ২০০৯ সাল পর্যন্ত চালু ছিল।

হাবলের বর্তমান ক্যামেরা, ওয়াইড ফিল্ড ক্যামেরা ৩ থেকে এটার রেজুলেশন কম ছিল, যা হাবলের শেষ সার্ভিসিং মিশনের সময় ইনস্টল করা হয়েছিল।

নতুন ছবিটি আগের মতোই বিশদ বিবরণের সঙ্গে গ্লোবুলার ক্লাস্টার দেখাতে সক্ষম হয়েছে। গ্লোবুলার ক্লাস্টারগুলো সাধারণত আঁটোসাঁটো, প্রায় গোলাকার আকৃতিতে ঘনিষ্ঠভাবে প্যাক করা কয়েক হাজার তারার সমষ্টি।


বিজ্ঞাপন


প্রকৃতপক্ষে, এই নক্ষত্রগুলো এত শক্তভাবে প্যাক করে রয়েছে যে, তাদের প্রতিটির মধ্যে দূরত্ব প্রায় এক আলোকবর্ষ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর