শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

অপো আনল কম দামের স্মার্টফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

অপো আনল কম দামের স্মার্টফোন

বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন আনল অপো। মডেল অপো এ১৭কে। হ্যান্ডসেটটিতে মিডিয়াটেক হেলিও জি৩৫ চিপসেট দেওয়া হয়েছে। এছাড়াও এতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। 

অপোর নতুন ফোনটিতে থাকছে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। বাজেট সেগমেন্টের এই ফোনে মিডিয়াটেকের প্রসেসর দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


OPPO

পানি থেকে এই ফোনকে সুরক্ষিত রাখতে থাকছে আইপি এক্স ৪ রেটিং। সুরক্ষার জন্য বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজে ডিভাইসটি বিক্রি হচ্ছে। 

ডুয়াল সিমের অপো এ১৭ কে মডেলের ফোনটি চলবে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে। 


বিজ্ঞাপন


ছবি তোলার জন্য ডিভাইসটির পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরায় পাবেন এফ/২.০  অ্যাপারচার। প্রাইমারি রিয়ার ক্যামেরায় থাকছে ৭৮ ডিগ্রি ফিল্ড অব ভিউ। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 

oppoডিসপ্লের উপরে ওয়াটারড্রপ নচে এই ক্যামেরায় ৭৬.৮ ডিগ্রি ফিল্ড অব ভিউ পাওয়া যাবে। সেলফি ক্যামেরায় রয়েছে এফ/২.২ অ্যাপারচার। 

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ফোরজি, ওয়াইফাই এবং মাইক্রো ইউএসবি। নিরাপত্তার জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর