শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্মার্টফোনের মতো দেখতে গেমিং কনসোল এলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ১০:০০ এএম

শেয়ার করুন:

স্মার্টফোনের মতো দেখতে গেমিং কনসোল এলো

স্মার্টফোনের মতো হ্যান্ডহেল্ড গেমিং কনসোল বাজারে এলো। এটি এনেছে রেজর নামের একটি প্রতিষ্ঠান। এর বিশেষত্ব হচ্ছে-এতে ৫জি কানেক্টিভিটি রয়েছে। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে কনসোলটি উন্মুক্ত করে রেজর। মডেল রেজর এজ ৫জি। দাম ৩৯৯ মার্কিন ডলার। 


বিজ্ঞাপন


কোয়ালকম ও ভেরিজনের সহযোগিতায় তৈরি হয়েছে নতুন এই ডিভাইসটি। মূলত ভালভের স্টিম ডেকের সঙ্গে টক্কর দেওয়ার জন্যই ডিাজইন করা হয়েছে নতুন গেমিং কনসোলটি। কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন জি৩এক্স প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে ডিভাইসটি। 

এর ডিসপ্লেতে ফুল এইচডি রেজুলেশন পাওয়া যাবে। যার রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। গেমিং ডিসপ্লের রেজুলেশন ২৪০০×১০৮০ পিক্সেল। 

gamesডিভাইসটিতে ৬.৮ ইঞ্চির টাচস্ক্রিন অ্যামোলিড ডিসপ্লে দেওয়া হয়েছে। 

হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসটিতে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। 


বিজ্ঞাপন


এটি চলবে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে। ফোনের মতোই এতে ওয়াইফাই, ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে। মজার ব্যাপার হচ্ছে গেমিং কনসোলটি ৫জি নেটওয়ার্ক সমর্থন করে।

নেটিভ অ্যানড্রয়েড গেমস ছাড়াও ডিভাইসটি এপিক গেমস লঞ্চারের মতো প্রি-ইনস্টল করা লঞ্চারগুলো সাপোর্ট করবে। সেই সঙ্গে এক্সবক্স ক্লাউড গেমিং বিটা, এনভিডিয়া জিফোর্স নাও এবং রিমোট প্লে বিকল্পগুলির মতো ক্লাউড গেমিং পরিষেবাগুলিও সাপোর্ট করবে। পাশাপাশি স্টিম লিঙ্ক, মুনলাইট, পারসেক এবং এক্সবক্সের মতো পিসি লাইব্রেরিতে অ্যাক্সেসেরও অনুমতি দেয় এটি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর