শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

স্মার্টফোনে ৫জি আপডেট পাঠাচ্ছে মটোরোলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ০৮:৪৯ এএম

শেয়ার করুন:

স্মার্টফোনে ৫জি আপডেট পাঠাচ্ছে মটোরোলা

একাধিক স্মার্টফোনে ৫জি আপডেট পাঠাতে শুরু করেছে লেনোভোর মালিকানাধীন প্রতিষ্ঠান মটোরোলা। ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করার জন্য বিভিন্ন মডেলের ফোনে আপডেট পাঠাতে শুরু করেছে এই চীনা প্রতিষ্ঠান। 

এজ সিরিজের ফোনে ৫জি নেটওয়ার্ক সাপোর্টের জন্য একদিকে যেমন আপডেট পাঠাতে শুরু করেছে  মটোরোলা  অন্যদিকে অন্য ফোনগুলোতে কবে আপডেট পৌঁছবে তাও জানিয়েছে প্রতিষ্ঠানটি


বিজ্ঞাপন


সম্প্রতি লঞ্চ হওয়া বিভিন্ন মডেলের মটোরোলা ফোনে ৫জি সাপোর্ট থাকলেও সেগুলোতে ৫জি ব্যবহার করতে পারছিলেন না গ্রাহকরা। 

motorolaএই তালিকায় রয়েছে মটোরোলার একাধিক ফোন। সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই ফোনগুলোতে ৫জি সাপোর্ট এনাবল হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। 

৫জি ফোনগুলোতে রয়েছে ৮টি সাব-৬গিগাহার্জ ৫জি ব্যান্ড। সব মিলিয়ে এই ফোনগুলোতে ১১-১৩টি ৫জি ব্যান্ড রয়েছে। 

মটোরোলা পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যে মটোরোলা এজ ৩০ আল্ট্রা, এজ ৩০ ফিউশন ফোনে এই আপডেট পৌঁছেছে।


বিজ্ঞাপন


আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অন্যান্য ৫জি ফোনেও আপডেট পৌঁছে যাবে। চলতি বছর নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কোম্পানির সব ৫জি ফোনে আপডেট পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে মটোরোলা। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর