শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট চালু হচ্ছে ভারতে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ০৯:১০ এএম

শেয়ার করুন:

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট চালু হচ্ছে ভারতে

প্রতিবেশি দেশ ভারতে চালু হতে যাচ্ছে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক। এই প্রযুক্তিতে ছোট্ট একটি অ্যান্টেনার সহায়তায় যেকোনো প্রান্তে বসেই ইন্টারনেটে যুক্ত হওয়া যাবে। 

ভারতে স্টারলিংকের পরিষেবা চালু করার জন্য দেশটির সরকারের কাছে আবেদন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান। 


বিজ্ঞাপন


ল্যান্ডিং রাইটস ও মার্কেট অ্যাক্সেসের জন্যও আবেদন করতে চলেছে  স্পেস এক্স। লোকাল গেটওয়ের জন্য টেলিকম কর্তৃপক্ষের কাছে অনুমোদন চাইছে প্রতিষ্ঠানটি। 

যদিও চলতি বছরের শুরুতেই স্টারলিংককে ভারতে সব প্রি-অর্ডারের রিফান্ডের দিতে নির্দেশ দিয়েছিল দেশটির সরকার। লাইসেন্স না পাওয়া পর্যন্ত ভারত থেকে কোন প্রি-অর্ডার নেওয়া যাবে না বলে জানানো হয়েছিল।

নতুন খবর হচ্ছে শিগগিরই ভারতে গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইটের  জন্য লাইসেন্সের আবেদন করতে চলেছে স্পেস এক্স। 

অনুমোদন পেলে ভারতের মহাকাশ অর্থনীতি ২-২৫ সালের মধ্যে ১৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে স্পেস এক্স। 


বিজ্ঞাপন


লো আর্থ অর্বিট স্যাটেলাইট ব্যবহার করে বিশ্বব্যাপী হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য স্টারলিংক চালু করেছিলেন ইলন মাস্ক।

অন্যান্য স্যাটেলাইট ইন্টারনেটে কম স্পিড ও বেশি ল্যাটেন্সির কারণে ভিডিও স্ট্রিমিং ও অনলাইন গেমিংয়ে সমস্যার সম্মুখীন হতে হয়।

 STARLINKযদিও ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিসে একদিনে যেমন বেশি ইন্টারনেট স্পিড পাওয়া যায়, তেমনই অবিশ্বাস্য কম ল্যাটেন্সি পাবেন গ্রাহকরা। ফলে অনলাইন গেমিং, ভিডিও স্ট্রিমিং, ভিডিও কল করতে সুবিধা হবে। 

যে সব অঞ্চলে এখনও ব্রডব্যান্ড ইন্টারনেট অথবা ৪জি পৌঁছায়নি সেই সব অঞ্চলে হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি প্রসারে বড় ভূমিকা নিতে পারে স্টারলিংক ইন্টারনেট।

ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে স্টারলিংকের স্যাটেলাইট সার্ভিস চালু হয়েছে।

রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধে নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থার জন্যেও এই পরিষেবা ব্যবহার করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

বিশ্বের যে সব প্রত্যন্ত অঞ্চলে কখনই হাই স্পিড ইন্টারনেট সার্ভিস ব্যবহারের কথা ভাবা যেত না সেই সব অঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এনে এই দুরন্ত গতির কানেক্টিভিটি পৌঁছে দিয়েছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থাটি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর