শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফোন হারালে-চুরি হলে প্রথমেই যে কাজটি করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ০২:০৮ এএম

শেয়ার করুন:

ফোন হারালে-চুরি হলে প্রথমেই যে কাজটি করবেন

ফোন হারিয়ে গেলে বা চুরি হলে আমরা দিশেহারা হয়ে পরি। তখন আশু করণীয় কি তা বুঝতে পারি না। তাই কোনওভাবে ফোন হারালে-চুরি গেলে অবশ্যই মাথায় রাখুন কী কী কাজ করতে হবে। 

জিডি করা


বিজ্ঞাপন


মোবাইল হারিয়ে ফেললে বা চুরি গেলে সবার আগে থানায় জিডি করতে হবে। কারও হাতে যাতে ওই ফোন পড়লে অপব্যবহার না হয় সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। স্থানীয় থানায় জিডি করতে পারেন। জিডি করার সময় মোবাইল কেনার ইনভয়েস, আইএমইআই নম্বর উল্লেখ করতে হবে। কোথায় ফোন হারিয়েছেন সেইসব বিবরণ দিতে হবে।

lost phoneডেটা ডিলিট
 
হারিয়ে যাওয়া ফোনের ডেটা ডিলিট করাও প্রয়োজন। অ্যানড্রয়েড হোক বা আইওএস, সব ফোন থেকেই ডেটা সরিয়ে ফেলা প্রয়োজন। অ্যানড্রয়েডের ক্ষেত্রে গুগল আইডি এবং পাসওয়ার্ড দিয়েই সম্ভব ডেটা ডিলিট করা। আইফোনের ক্ষেত্রে আইক্লাউডের মাধ্যমে ডেটা ডিলিট হবে। সেক্ষেত্রে অ্যাপেল আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন। আইফোন যদি অনলাইন না থাকে তাহলে এই ডেটা রিমুভ করা সম্ভব হবে না।

সিম ব্লক

ফোন হারিয়ে গেলে সবার আগে দরকার সিম ব্লক করা। কারণ অনেক দরকারি কাজে যুক্ত থাকে এই সিম। আর তা যদি অন্য কারও হাতে পড়ে যায় তাহলে অপব্যবহার হতে পারে। সেই কারণে ফোন হারিয়ে গিয়েছে বা খোয়া গিয়েছে এমনটা বুঝতে পারলে আগে ফোনের সিম ব্লক করা প্রয়োজন। নাহলে বড়সড় বিপদে পড়তে পারেন আপনি। আপনিও জানতে পারবেন না, অথচ বিপদ হয়ে যেতে পারে। 


বিজ্ঞাপন


অতএব ফোন হারিয়ে গেলে বা চুরি হলে সবার আগে এই তিনটি কাজ মাথায় রাখুন। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর