বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

মহাকাশে অসম্ভবকে সম্ভব করে দেখালেন এই নারী নভোচারী

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:০১ এএম

শেয়ার করুন:

মহাকাশে অসম্ভবকে সম্ভব করে দেখালেন এই নারী নভোচারী

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যোগ ব্যায়াম করছেন এক মহাকাশচারী। এমন ভিডিও ভাইরাল হয়েছে। ওই নভোচারীর নাম সামান্থা ক্রিস্টোফোরেত্তি।

মহাকাশে যোগ ব্যায়াম করার দৃশ্য ভিডিও রেকর্ড করে নিজেই তা টুইটারে শেয়ার করেন ওই বিজ্ঞানী। যা মুহূর্তে ভাইরাল হয়।


বিজ্ঞাপন


সামান্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সির অন্যতম মহাকাশচারী। 

picশূন্য অভিকর্ষের মহাকাশে সামান্থাকে যোগ ব্যায়ামের একটি ভঙ্গিমা করতে দেখা গিয়েছে ভিডিওতে। শূন্য অভিকর্ষের সঙ্গে যুঝতে দুইটি ফিতার সাহায্য নিয়েছেন মহাকাশচারী। শেষ অবধি নির্বিঘ্নে মহাকাশ যোগ ব্যায়াম করেন তিনি।

শুরুতে কসমিক কিডস পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘ওজনশূন্যস্থানে যোগ? হ্যাঁ, তাই করা হয়েছে! একটু বুদ্ধি করতে হয়েছে, কিন্তু এটা করা সম্ভব।’ 

মহাকাশে অসম্ভবকে সম্ভব করা সেই ভিডিও দেখেই চমকে গিয়েছে নেটদুনিয়া। 


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর