স্টোরি পোস্ট করার থেকেও সহজ অ্যাপের মাধ্যমে ফেসবুকের ভাষা বদল করা। নিজের ভাষায় ফেসবুক ফিড ব্রাউজ করার জন্য অনেকেই ভাষা বদল করেন। অনেকে ভুল করে ভাষা পরিবর্তন করার কারণে আগের ভাষায় ফিরে আসতে চান। কারণ যাই হোক, অ্যাপ থেকে ফেসবুক অ্যাকাউন্টের ভাষা পরিবর্তন করার উপায় জানুন। একই সঙ্গে কীভাবে ফেসবুকের ভাষা বাংলা করবেন তার উপায়ও জেনে নিন।
অ্যানড্রয়েড ফোন থেকে
বিজ্ঞাপন
অ্যানড্রয়েড ফোন থেকে ফেসবুক অ্যাপ ওপেন করুন। ডান দিকে উপরে মেনু ট্যাব সিলেক্ট করুন। স্ক্রল ডাউন করে Settings & Privacy সিলেক্ট করুন। এর পরে স্ক্রিনের নিচে সিলেক্ট করুন Settings।
এর পরে Language & Region সিলেক্ট করুন। পরের স্ক্রিনে প্রথম অপশনেই ভাষা বদল করার অপশন দেখতে পাবেন। দ্বিতীয় অপশনে অ্যাপের ভাষা পরিবর্তন করতে পারবেন।
এই অপশন সিলেক্ট করে নিজের পছন্দের ভাষা বেছে নিন। এখানে বাংলা ভাষাও পাবেন। যারা ফেসবুকের ভাষা বাংলা করতে চান তারা বাংলা সিলেক্ট করুন।

বিজ্ঞাপন
আইফোন থেকে
আইফোন থেকে ফেসবুক অ্যাপ ওপেন করুন। ডান দিকে নিচে মেনু ট্যাব সিলেক্ট করুন। স্ক্রল ডাউন করে Settings & Privacy সিলেক্ট করুন। এরপর স্ক্রিনের নিচে সিলেক্ট করুন Settings।
পরে Language & Region সিলেক্ট করুন।
পরের স্ক্রিনে প্রথম অপশনেই ভাষা বদল করার অপশন দেখতে পাবেন। দ্বিতীয় অপশনে অ্যাপের ভাষা পরিবর্তন করতে পারবেন।
এই অপশন সিলেক্ট করে নিজের পছন্দের ভাষা বেছে নিন। এর পরে Save অপশন সিলেক্ট করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভাষা বদল হয়ে যাবে।
এজেড

