শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

হোয়াটসঅ্যাপে কল করতে টাকা লাগবে!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৪২ এএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপে কল করতে টাকা লাগবে!

এবার থেকে হোয়াটসঅ্যাপে কল করলেও দিতে হতে পারে টাকা। আগামী দিনে এমনই নিয়ম আনতে পারে সরকার। আপাতত সেই লক্ষ্যে নতুন বিলের খসড়া তৈরি করেছে ভারত সরকার। 

বিলের খসড়াতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে কল বা বার্তা পাঠানোর সুবিধাটি আগামী দিনে টেলিকম পরিষেবা হিসাবে বিবেচিত হবে। এর জন্য এই প্রতিষ্ঠানগুলিকে লাইসেন্স নিতে হবে আলাদা করে।


বিজ্ঞাপন


বহুদিন ধরেই হোয়াটসঅ্যাপ, ফেসবুকের বিরুদ্ধে কল নিয়ে ভারত সরকারের কাছে অভিযোগ জানাচ্ছে টেলিকম সংস্থাগুলো।  হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলো কেন গ্রাহকদের মেসেজিং বা কলিং পরিষেবা সরবরাহ করছে তা নিয়ে প্রশ্ন তুলেছে এই কোম্পানিগুলো।

appএদের অভিযোগ, এর ফলে আর্থিক ক্ষতি হচ্ছে সংস্থাগুলোর। টেলিকম কোম্পানিগুলোর এই অভিযোগের পরই জনগণের মতামত জানতে খসড়া বিলটি প্রকাশ্যে আনা হয়েছে। ২০ অক্টোবরের মধ্যে এই বিলের বিধান সম্পর্কে জনগণ তাদের মতামত জানাতে পারবে। জনগণের মতামত পাওয়ার পর বিলটি সংসদে তোলা হবে। সাইবার জালিয়াতি রোধের বিলেও এই নিয়ে বিধান রাখা হয়েছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর