শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ইলেকট্রিক পালসার আনছে বাজাজ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

ইলেকট্রিক পালসার আনছে বাজাজ

এশিয়ার অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল বাজাজ পালসার। দুই শতক ধরে পালসার সিরিজ ভীষণ জনপ্রিয়। বিভিন্ন সিসি ক্যাটাগরিতে এই বাইক উৎপাদন করা হয়। নতুন খবর হচ্ছে শিগগিরই এই মডেলটি ইলেকট্রিক রূপে আসছে। 

সম্প্রতি বাজাজ চিতক স্কুটারটি ইলেকট্রিক ভার্সনে এনেছে। এবার পালসার আসছে ইলেকট্রিকে। 


বিজ্ঞাপন


সম্প্রতি, ভারতের পুনের আরাকুদিতে নিজেদের দ্বিতীয় ইলেকট্রিক বাইক তৈরির কারখানার উদ্বোধন করেছে বাজাজ। এবছরের শেষের দিকে ইলেকট্রিক বাইক ও স্কুটার নিয়ে বেশ বড় কিছু ঘোষণা করতে চলেছে এই সংস্থা। এই কাজের জন্য ইতিমধ্যেই ইয়েলু নামের একটি স্টার্ট-আপ সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে বাজাজ।

pulsarদেশের বাজারে আগামী কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি নতুন ইলেকট্রিক বাইক ও স্কুটার লঞ্চ করার পরিকল্পনা রয়েছে বাজাজের।

স্কুটারের বাজারে বাজাজ চিতকের একটি নির্ভরযোগ্য নাম। অন্যদিকে, বাইকের কথা বলতে হলে, পালসারেরের বিষয়েও তাই বলা চলে। আর এমতাবস্থায়, দেশের বাজারে ইলেকট্রিক বাইক লঞ্চ করা হলে, বাজাজের পালসারের ওপরই যে এই সংস্থা নির্ভর করতে চলেছে তা বলাই বাহুল্য।

বাজাজ পালসার ইভি লঞ্চ করার পর, এর ব্র্যান্ডিংয়ের পেছনে খুব বেশি সময় বা অর্থ খরচ করতে হবে না বলেই মত অটোমোবাইল বিশেষজ্ঞদের।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর