শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

চাঁদে হীরার মতো দেখতে স্ফটিকের সন্ধান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৮ পিএম

শেয়ার করুন:

চাঁদে হীরার মতো দেখতে স্ফটিকের সন্ধান

চাঁদের বুকে হীরার মতো দেখতে স্ফটিকের সন্ধান পেলো চীন। এটি বর্ণহীন কলমাকার স্ফটিক। যা সম্পূর্ণ নতুন একটি খনিজ। সম্প্রতি এই খনিজ আবিষ্কার করল চীন তারা।

 চীনের চেং’এ – ৫ মহাকাশযান চাঁদ থেকে যে নমুনা সংগ্রহ করে নিয়ে এসেছিল, তার মধ্যেই এই নতুন খনিজের সন্ধান পাওয়া গেছে।


বিজ্ঞাপন


hira২০২০ সালের ডিসেম্বরে চন্দ্র অভিযান সম্পূর্ণ করে। পৃথিবীতে ফিরে এসেছিল চীনের চেং’এ – ৫ চন্দ্র অনুসন্ধান মহাকাশযানটি। সঙ্গে করে নিয়ে এসেছিল চাঁদের বিভিন্ন নমুনা।

নতুন খনিজটির নাম দেওয়া হয়েছে চেংয়েসাইট –(ওয়াই)। হীরার মতো স্বচ্ছ স্ফটিকটিকে নতুন খনিজ বলে স্বীকার করেছে আন্তর্জাতিক খনিজ সংস্থা বা আইএমএ-ও। 

চীনের ঐতিহ্যবাহী মধ্য-শরৎ উৎসবের চন্দ্র দিবসের এক দিন আগে, চীনের জাতীয় মহাকাশ প্রশাসন এবং পরমাণু শক্তি কর্তৃপক্ষ যৌথভাবে এই নয়া খনিজ আবিষ্কারের কথা জানিয়েছে। 

চেং’এ – ৫ মহাকাশযানের আনা চন্দ্রপৃষ্ঠের নমুনাগুলোর মধ্য থেকে এই নয়া খনিজটিকে আবিষ্কার করেছে বেজিং রিসার্চ ইনস্টিটিউট অব ইউরেনিয়াম জিওলজি। এটি এখনও পর্যন্ত চাঁদের বুকে পাওয়া ষষ্ঠ খনিজ পদার্থ। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে, চিন চাঁদে এই সম্পূর্ণ নতুন খনিজ পদার্থের সন্ধান পেল।


বিজ্ঞাপন


hiraবিজ্ঞানীরা জানিয়েছেন, চেংয়েসাইট – (ওয়াই) একটি নতুন ধরনের ফসফেট খনিজ। বেজিং রিসার্চ ইনস্টিটিউট অব ইউরেনিয়াম জিওলজির একটি গবেষণা দলের মতে, এই খনিজের একটি একক স্ফটিক কণার ব্যাস প্রায় ১০ মাইক্রন, অর্থাৎ গড়পড়তা মানুষের চুলের ব্যাসের এক-দশমাংশেরও কম। এর স্ফটিক গঠন বিশ্লেষণ করেই বোঝা গিয়েছে এটি একটি সম্পূর্ণ নতুন খনিজ। তবে, এই নতুন খনিজ ঠিক কী ধরনের কাজে লাগতে পারে, তা এখনও জানা যায়নি। বস্তুত, চেংয়েসাইট – (ওয়াই) সম্পর্কে এখনও অনেক কিছু জানার বাকি রয়েছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর