শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

সস্তার ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ১০:৩১ এএম

শেয়ার করুন:

সস্তার ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা

সাশ্রয়ী দামের ফোন এনেছে ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লাভা। ব্লেজ প্রো মডেলের এই ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। 
মঙ্গলবার ভারতে এই বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে লাভা। এই ফোনে ৪জি কানেক্টিভিটির সঙ্গে থাকছে ডুয়াল সিম সাপোর্ট। 

নতুন এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। এই ডিসপ্লেতে এইচডি প্লাস রেজুলেশন পাওয়া যাবে। এর রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফোনের ভেতরে থাকছে মিডিয়াটেক হেলিও জি৩৭ চিপসেট।


বিজ্ঞাপন


ফোনটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজে পাওয়া যাবে। এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা। 

ভারতের বাজারে হ্যান্ডসেটটির দাম ১০ হাজার ৪৯৯ রুপি। নীল, সোনালি, সবুজ ও কমলা রঙে এই ফোন বিক্রি হবে।

lavaডুয়াল সিমের লাভা ব্লেজ প্রো মডেলটি চলবে অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে।

ফোনের পেছনে রয়েছে ৩টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই সেন্সর। সঙ্গে রয়েছে LED ফ্ল্যাশ। এছাড়াও একটি পোট্রেট ক্যামেরা ও একটি ম্যাক্রো ক্যামেরা থাকছে। রিয়ার ক্যামেরায় থাকছে বিউটি মোড, এইচডিআর মোড, নাইট মোড, প্যানারমা মোডসহ আরও অনেক ফিচার। ক্যামেরা থেকেই যেকোন কিউআর কোড স্ক্যান করা যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। সঙ্গে রয়েছে স্ক্রিন ফ্ল্যাশ।


বিজ্ঞাপন


কানেক্টিভিটির জন্য রয়েছে ৪জি এলটিই, ব্লুটুথ, ওয়াইফাই, ওটিজি ও ফেস আনলক সাপোর্ট। ব্যাকাআপের জন্য দেওয়া হয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর