স্মার্টফোন কেনার পরপরই সবাই এতে ব্যাক কভার ব্যবহার করেন। ফোনের নিরাপত্তার কথা চিন্তা করেই কাজটি করা হয়। যাতে ধুলোবালি থেকে ফোনটি পরিষ্কার থাকে। এছাড়াও কভার ব্যবহার করলে ফোনটি হাত থেকে পড়লেও সুরক্ষিত থাকে। ফোন কভার ব্যবহারের সুবিধা থাকলেও রয়েছে কিছু অসুবিধা। জেনে নিন সেসব দিক।
ফোনের কভার লাগালে আসল ফোনের লুক কিন্তু একেবারেই থাকে না। কভার ব্যবহার করার কয়েক মাস পর এর রঙ হলুদ হয়ে যায়।
বিজ্ঞাপন
কভার ছাড়া ফোন হালকা লাগে। কভার না লাগালে ফোন ব্যবহারও অনেক সহজ। পকেটে খুব সহজেই নিতে পারবেন। ভারী লাগবে না। কারণ নতুন নতুন যে কভারগুলো বের হচ্ছে সেগুলো ওজনে অনেক ভারী।
কভার ব্যবহারে ফোন গরম হয় বেশি। যা অত্যন্ত ক্ষতিকারক। বিশেষ করে ফোন চার্জ দেয়ার সময় অত্যাধিক গরম হয়। তাই চার্জ দেয়ার সময় কভার খুলে রাখলে ভালো।
অনেক সময় মোটা কভার ব্যবহার করার কারণে নেটওয়ার্কের সমস্যা দেখা দেয়। আবার ওয়্যারলেস চার্জিংয়েও অনেক সময় অসুবিধা হয়।
তাই ফোনে কভার লাগানোর আগে এসব বিষয় মাথায় রাখবেন।
বিজ্ঞাপন
এজেড

