শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পর্নহাব ইনস্টাগ্রামে নিষিদ্ধ হলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

পর্নহাব ইনস্টাগ্রামে নিষিদ্ধ হলো

ইনস্টাগ্রাম থেকে সরানো হলো পর্নহাবের অফিশিয়াল অ্যাকাউন্ট। সম্প্রতি এই খবর প্রকাশ্যে আসতেই হৈ চৈ পড়েছে নেট দুনিয়ায়। পর্নহাবের ওই অ্যাকাউন্ট থেকে ৬২০০ পোস্ট করা হয়েছে। ইনস্টাগ্রামের সব নিয়ম মেনেই প্ল্যাটফর্মের বিভিন্ন কনটেন্ট এই সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করা হতো।

যদিও ইনস্টাগ্রাম থেকে স্থায়ীভাবে পর্নহাবের  অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। 


বিজ্ঞাপন


porn hubএই ওয়েবসাইটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জনমত গঠন করছেন লালিয়া মিকেলওয়েট। তিনি এক টুইটে জানিয়েছেন ইনস্টাগ্রাম ব্যবহারের নিয়মাবলী না মানার কারণে পর্নহাবের অ্যাকাউন্ট সরিয়ে নেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে ইনস্টাগ্রামের পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি।

ভ্যারাইটি নামের এক ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে প্রথম এই অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসে। ওই রিপোর্টে জানানো হয়েছে ইনস্টাগ্রামের জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকার কারণে ক্যাম্পেনারদের কাছ থেকে ক্রমশ চাপ বাড়ছিল। আর এই কারণেই নিষিদ্ধ হয়ে থাকতে পারে পর্নহাবের সোশ্যাল অ্যাকাউন্ট। দীর্ঘদিন ধরেই এই প্রাপ্ত বয়স্ক কনটেন্ট ওয়েবসাইট বন্ধ নিয়ে সরব মিকেলওয়েট।

porn hubটুইটারে এক পোস্টে মিকেলওয়েট জানিয়েছেন পর্নহাবের সঙ্গে সম্পর্কে ছিন্ন করে সঠিক কাজ করেছে ইনস্টাগ্রাম। তিনি মনে করেন গুগল, অ্যামাজন, মাইক্রোসফটের মতো বড় টেক কোম্পানিগুলিরও একই পথে হাঁটা উচিত।

ইনস্টাগ্রামে পর্নহাব নিষিদ্ধ হলেও এখানো টুইটারে তাদের অ্যাকাউন্ট সচল রয়েছে। টুইটারে এই ওয়েবসাইটের অফিশিয়াল অ্যাকাউন্টে রয়েছে ৩৪ লাখ ফলোয়ার। এছাড়াও এই প্রতিষ্ঠানটির অধীনে রয়েছে একটি ইউটিউব চ্যানেল। সেখানে রয়েছে ৮.৮২ লাখ সাবস্ক্রাইবার।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর