শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

সিগন্যাল অ্যাপে হ্যাকারদের হানা, ব্যক্তিগত তথ্য চুরি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২, ১০:৩৪ এএম

শেয়ার করুন:

সিগন্যাল অ্যাপে হ্যাকারদের হানা, ব্যক্তিগত তথ্য চুরি

হোয়াটসঅ্যাপের মতো এনক্রিপ্টেড মেসেজিং পরিষেবা দেয় সিগন্যাল। অ্যাপটিতে হ্যাকাররা হানা দিয়েছে। হাতিয়ে নিয়েছে ১৯০০ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য।  

সম্প্রতি হ্যাংকিয়ের খবর জানিয়েছে খোদ সিগন্যাল অ্যাপ কর্তৃপক্ষ। তারা জানায়, ব্যক্তিগত ব্যবহারকারী তথ্য খোয়া গেছে। 


বিজ্ঞাপন


সম্প্রতি সিগনালের ওপর এই সাইবার হানার রিপোর্ট প্রকাশ্যে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যাচাইয়ের জন্য ব্যবহৃত সব কোডগুলো হ্যাকারের কাছে চলে গেছে। 

signalযদিও সিগন্যাল তার ব্লগে দাবি করেছে, হ্যাকারের কাছে মেসেজ হিস্ট্রি, প্রোফাইল ডেটা, যোগাযোগের তালিকায় কোনও অ্যাক্সেস নেই।

রিপোর্ট বলছে, এই হ্যাকার হানায় ১৯০০ ব্যবহারকারীর ডেটা হারিয়েছে সিগনাল।

ইতিমধ্যেই হ্যাকার হানার বিষয়ে বিবৃতি জারি করেছএ সিগনাল। কোম্পানি জানিয়েছে, অন্য যেকোনও ডিভাইস থেকে কোডের মাধ্যমে কারও অ্যাকাউন্টে লগইন করতে পারে। 


বিজ্ঞাপন


signalচলতি মাসের শুরুতে হ্যাকিং সম্পর্কে তথ্য পাওয়ার পরে টুইলিও জানিয়েছিল, কোম্পানি হ্যাকিং তদন্তে সিগন্যালকে সাহায্য করছে। টুইলিও সঙ্গে কাজের সূত্রে চুক্তি রয়েছে ফোর্ড মোটর, মারকাডো লিব্রে ও এইচএসবিসি-র মতো ২ লাখ ৫৬ হাজার ব্যবসায়িক কোম্পানির নাম। তাই এদের ডেটা হ্যাক হলে তোলপাড় শুরু হবে বিশ্ববাজারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর