বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

রিয়েলমির ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২, ০৮:৩০ এএম

শেয়ার করুন:

রিয়েলমির ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

সাশ্রয়ী দামে নতুন ৫জি ফোন এনেছে চীনের রিয়েলমি। মডেল রিয়েলমি ৯আই ৫জি। এই ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফোনটির অন্যান্য কনফিগারেশন জানুন। 

১৮ আগস্ট আন্তর্জাতিক বাজারে অবমুক্ত হবে রিয়েলমির নতুন এই ফোন। এই ফোনে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি ৮১০ চিপসেট। ব্যাকআপের জন্য এতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। ডিভাইসটির ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্জ। সঙ্গে থাকবে ১৮০ হার্জের টাচ স্যামপ্লিং রেট।


বিজ্ঞাপন


realmi
রিয়েলমি ৯আই ৫ জি মডেল ৮.১ মিলিমিটার পাতলা। ফোনের পিছনে তিনটি ক্যামেরার সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ।

একাধিক রিপোর্টে জানা গিয়েছে ব্ল্যাক ও গোল্ড কালারে এই ফোন কেনা যাবে। চলতি বছর জানুয়ারিতে লঞ্চ হয়েছিল রিয়েলমি ৯আই। সেই ফোনের উত্তরসূরি ৯আই ৫জি।

নতুন এই ফোনের ডিসপ্লে ৬.৬ ইঞ্চির। এতে ফুল এইচডি রেজুলেশন পাওয়া যাবে। ৬ জিবি র‌্যামের এই ফোন ১ টেরাবাইট পর্যন্ত মেমোরি সাপোর্ট করে। 

realmiছবি তোলার জন্য রিয়েলমি ৯আই মডেলের পেছনে তিনটি ক্যামেরা দিয়েছেল রিয়েলমি। প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের পোট্রেট ক্যামেরা রয়েছে। এছাড়াও ডিভাইসটিতে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাও রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।


বিজ্ঞাপন


নিরাপত্তার হ্যান্ডসেটটির ডান পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর