শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাঁচের মতো স্বচ্ছ ফোন আনছে নকিয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৩ এএম

শেয়ার করুন:

কাঁচের মতো স্বচ্ছ ফোন আনছে নকিয়া

কাঁচের মতো স্বচ্ছ ফোন আনছে ফিনল্যান্ডের নকিয়া। নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল জানিয়েছে, স্মার্টফোনের ধারণা বদলে দিতে তারা নতুন ডিভাইস নিয়ে কাজ করছে।

ফিলিপিনের জনপ্রিয় টেক ব্লগ প্রাইজপোনি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী নকিয়ার নতুন স্বচ্ছ ফোনটির মডেল নকিয়া ভিটেক। 


বিজ্ঞাপন


স্বচ্ছ চেসিস ডিজাইনের এই ফোনে শক্তিশালী ব্যাটারি দেয়া হবে। থাকবে প্রিমিয়াম ক্যামেরা। 

ফোনটিতে ৬.৯ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে দেবে এইচএমডি গ্লোবাল। এতে ৪কে রেজুলেশন মিলবে। যার পিক্সেল হবে ২৯৯০x৩৬৯০। 

নকিয়ার ফ্লাগশিপ এই ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস মডেলের চিপসেট থাকছে।  ফোনটি তিনটি র‌্যাম ভার্সনে বাজারে আসবে। এগুলো হলো-৮জিবি, ১০জিবি এবং ১২ জিবি র‌্যাম। স্টোরেজ হবে ১২৮, ২৫৬ এবং ৫১২ জিবি ।

ফোনটি চলবে অ্যানড্রয়েড ১২ ভার্সনে। যার প্রাইমারি ক্যামেরা হবে ১০৮ মেগাপিক্সেলের। আরও থাকছে ৩২ ও ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। সেলফির জন্য দেয়া হবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।


বিজ্ঞাপন


৫জি কানেক্টিভিটির এই ফোনের দাম হবে লাখ খানেক টাকার কাছাকাছি। এবছরের শেষের দিকে বাজারে আসবে নকিয়া ভিটেক মডেল। 

এজেড 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর