দৈনন্দিন নানা কাজে স্মার্টফোনে নানা অ্যাপ ব্যাবহার করা হয়। ঝটপট প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার জন্য এগুলোর জুড়ি নেই। কিন্তু সব অ্যাপ ভালো হয় না। কিছু কিছু অ্যাপ রয়েছে যা আপনার অজান্তেই মোবাইল ফোনের মারাত্মক ক্ষতি করছে।
সম্প্রতি ফরাসি গবেষক ম্যাক্সিম ইনগ্রাও অ্যানড্রয়েড গ্রাহকদের সতর্ক করে ৮টি অ্যাপের নাম প্রকাশ করেছেন। এসব প্লে স্টোর অ্যাপে ম্যালওয়্যারের উপস্থিতি পাওয়া গিয়েছে। ইতোমধ্যে গুগল প্লে স্টোর থেকে এগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে এপিকে ডাউনলোডের মাধ্যমে অ্যাপগুলো ব্যবহার করা সম্ভব।
বিজ্ঞাপন
প্রতারকরা এসব অ্যাপ আরও বেশি মানুষের ফোনে পৌঁছে দিতে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিয়ে প্রচার শুরু করেছে। আপনার ফোনেও এই অ্যাপগুলি ইনস্টল থাকলে এখনই তা ডিলিট করুন।
ভ্লগ স্টার ভিডিও এডিটর (Vlog Star Video Editor)
অনেকেই ফোন থেকে ভিডিও এডিট করার জন্য এই অ্যাপ ব্যবহার করেন। প্লে স্টোর থেকে ১০ লাখের বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপ। এটি ডাউনলোড করে থাকলে আনইনস্টল করে দিন।
ক্রিয়েটিভ থ্রিডি লঞ্চার (Creative 3D Launcher)
বিজ্ঞাপন
ভিন্নরকম লঞ্চার ব্যবহার করতে অনেকে এই অ্যাপ ইনস্টল করেছেন। এটি স্মার্টফোনের হোমস্ক্রিনে থ্রিডি লুক দেয়। প্লে স্টোর থেকে এই অ্যাপও ১০ লাখের বেশি ডাউনলোড হয়েছে।
ফানি ক্যামেরা (Funny Camera)
বিভিন্ন ক্যামেরা ফিল্টার পাওয়া যায় এই অ্যাপে। মজাদার ফিল্টারের মাধ্যমে ছবি তুলে তা সরাসরি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার সুযোগ থাকছে। ৫ লাখের বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপ।
ওয়াও বিউটি ক্যামেরা (Wow Beauty Camera)
বিউটি ফিল্টারের ক্যামেরা এটি। একাধিক বিউটি ফিল্টারের মাধ্যমে এই ক্যামেরা অ্যাপ ব্যবহার করে ছবি তোলা যাবে। 1 লাখের বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপ।
জিআইএফ ইমোজি কীবোর্ড (Gif Emoji Keyboard)
কি-বোর্ড থেকেই জিআইএফ পোস্ট করার জন্য অ্যাপটি ব্যবহার হয়। প্লে স্টোর থেকে ১ লাখের বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপ।
রেজার কিবোর্ড অ্যান্ড থিম (Razer Keyboard & Theme)
একটি বিপজ্জনক কি-বোর্ড অ্যাপ এটি। এই অ্যাপ ডাউনলোড করলেও ফোনে ম্যালওয়্যার প্রবেশ করবে।
ফ্রি গ্লো ক্যামেরা ১.০.০ (Freeglow Camera 1.0.0)
এটা একটি ফ্রি ফটোগ্রাফি অ্যাপ। এখন পর্যন্ত ৫ হাজারের বেশি গ্রাহক প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করেছেন।
কোকো ক্যামেরা ভি১.১ (Coco camera v1.1)
ছবিতে রেট্রো লুক দেওয়ার জন্য এই অ্যাপ ব্যবহার হয়। এটিও মোবাইলের জন্য ক্ষতিকর।
এনএম

