সোমবার, ১৩ মে, ২০২৪, ঢাকা

ফোনে নেটওয়ার্ক পায় না? সিম কার্ড পরিষ্কার করলেই সমাধান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২২, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

ফোনে নেটওয়ার্ক পায় না? সিম কার্ড পরিষ্কার করলেই সমাধান

অনেকেই অভিযোগ করেন তাদের ফোনে নেটওয়ার্ক থাকে না। কারো কারো অভিযোগ নেটওয়ার্ক ওঠানামা করে। কিন্তু ঠিক কী কারণে এমনটা হয় সেটা কারোরই জানা নেই। ফোনে নেটওয়ার্ক সমস্যার অন্যতম কারণ সিম কার্ড। সিম কার্ডে ময়লা জমলে ফোনে নেটওয়ার্ক পেতে সমস্যা হয়। তাই এই সমস্যার সমাধানে সিম কার্ড পরিষ্কার করা জরুরি। 

সিম কার্ডের উপর ময়লা জমলে সংযোগের সমস্যা তৈরি হয়। আর এর ফলে স্মার্টফোনের সিগন্যাল দুর্বল দেখায়। যে কারণে ফোন করার সময় অথবা নেট ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়।


বিজ্ঞাপন


network

​​কোন কোন মডেলের জন্য সিম পরিষ্কার রাখা দরকার?

যে সব ফোনে ফিজিক্যাল সিম কার্ড রয়েছে সেই ধরনের প্রতিটি ফোনে সিম পরিষ্কার রাখা দরকার। নির্দিষ্ট সময় অন্তর সিম খুলে তা পরিষ্কার করতে হবে। তবে বর্তমানে একাধিক ফোনে রয়েছে ই-সিমের সুবিধা। সেকারণে সিম পরিষ্কার রাখার কোনও প্রয়োজন নেই।

​কীভাবে পরিষ্কার করবেন?


বিজ্ঞাপন


সিম পরিষ্কারের জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে। সেগুলি মেনে চলা দরকার। তাহলেই আপনি খুব সহজেই নিজের ফোনের সিম কার্ড পরিষ্কার করতে পারবেন।

জানুন কীভাবে আপনার সিম কার্ড পরিচ্ছন্ন রাখবেন

sim card

প্রথমে ফোন থেকে সিম খুলে দিন

সাধারণত প্রতিটি স্মার্টফোনের সাইডে রয়েছে সিম কার্ড স্লট। যে কোনও সিম ইজেক্টর টুল ব্যবহার করে আপনি খুব সহজেই ফোন থেকে সিম কার্ড খুলতে পারবেন। তবে একটু পুরনো ফোন হলে ফোনের ব্যাকপ্যানেল খুলে সিম বের করতে হবে। সেক্ষেত্রে ফোনের ব্যাটারি খুলতে হবে। এবং তবেই সিম কার্ড খুলতে পারবেন।

পরিচ্ছন্ন রাখার উপায় কী কী?ফোনের সিমকার্ড পরিচ্ছন্ন রাখার কয়েকটি সহজ উপায় রয়েছে। তার মধ্যে আপনার সুবিধামতো যে কোনও একটি উপায়ে আপনি নিজের সিম কার্ড পরিষ্কার করতে পারেন।

স্প্রে ব্যবহার

ইলেকট্রনিক্স প্রডাক্ট পরিষ্কার করার জন্য রয়েছে নন কনডাক্টিভ স্প্রে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় ডব্লিউডি ৪০ । এই ধরনের কোনও লিক্যুয়িড দিয়ে আপনি আপনার ফোনের সিম পরিষ্কার করতে পারেন।

অ্যালকোহল ব্যবহার

যে সব লিক্যুয়িডে ৯০-৯৯ শতাংশ অ্যালকোহল রয়েছে সেগুলি তা দিয়ে ফোনের সিম কার্ড পরিষ্কার করতে পারেন। ফার্স্ট এইড বক্সে যে ধরনের ক্লিনিং অ্যালকোহল থাকে তা দিয়ে পরিচ্ছন্ন করতে পারেন। কোনও তুলো বা পরিষ্কার কাপড় ব্যবহার করে সিম কার্ড পরিষ্কার করতে পারেন।

simবিভিন্ন ইলেকট্রনিক্স প্রডাক্ট পরিচ্ছন্ন রাখার জন্য গোল্ড গার্ড পেন ব্যবহার করা হয়। এতে অত্যন্ত ভালোভাবে যে কোনও ইলেকট্রনিক্স প্রডাক্ট পরিষ্কার করতে পারেন।

​টিস্যুর ব্যবহার

বর্তমানে বিভিন্ন নামী-দামি সংস্থা ক্লিনিং টিস্যু বাজারে এনেছে। সেই টিস্যুর মধ্য়ে যেকোনও সংস্থার টিস্যু ব্যবহার করে আপনি সিম পরিষ্কার করতে পারেন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর