আগামীকাল ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’। রাজধানীর বাংলদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন।
আজ ২৭ জানুয়ারি (মঙ্গলবার) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীর্ষ হায়দার চৌধুরী, এনডিসি, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব সমিতির মুহাম্মদ মনিরুল ইসলামসহ আয়োজক প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীর্ষ হায়দার চৌধুরী বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশের জন্য একটি রোল মডেল। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এই প্রদর্শনী দেশের প্রযুক্তি খাতের সক্ষমতাকে আরও বিস্তৃত করবে।

বিজ্ঞাপন
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, হাই-টেক পার্কের সফলতা এখন দৃশ্যমান। উপজেলা এমনকি প্রান্তিক পর্যায়ের মানুষেরাও প্রযুক্তির সুফল পাচ্ছে। এবারের প্রদর্শনীতে দেশীয় প্রযুক্তির সক্ষমতা তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮ থেকে ৩১ জানুয়ারি ২০২৬। পর্যন্ত এই আয়োজন চলবে। ভেন্যু বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিসিআই)।
প্রদর্শনীতে ইনোভেশন জোন, ডিজিটাল ডিভাইস জোন, মোবাইল জোন, ই-স্পোর্টস জোন এবং স্টার্টআপ জোন থাকবে।
আরও পড়ুন: ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২৯ জানুয়ারি শুরু
প্রদর্শনীতে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকলেও অনলাইনে (www.ddiexpo.com.bd) নিবন্ধন করতে হবে।
প্রদর্শনী চলাকালীন প্রযুক্তি বিষয়ক ৮টি সেমিনার ও ৪টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
এবারের প্রদর্শনীতে সরকারি-বেসরকারি ৭৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
এজেড

