বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে কল? ভুল করেও ধরবেন না

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ এএম

শেয়ার করুন:

হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে কল? ভুল করেও ধরবেন না
হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে কল? ভুল করেও ধরবেন না

হোয়াটসঅ্যাপে হুট করে আসছে ভিডিও বা অডিও কল। স্ক্রিনে তাকালে দেখা যাচ্ছে নম্বরটি শুরু হয়েছে +৯২, +৮৪, +২৫১ কিংবা +৬২-এর মতো কোনো আন্তর্জাতিক কোড দিয়ে। পরিচিত কেউ দেশের বাইরে নেই, তবুও এমন কল দেখে কৌতূহলী হয়ে রিসিভ করলেই বিপদ! সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে আসা এসব কল হ্যাকিং ও আর্থিক জালিয়াতির একটি বড় অংশ। কেবল কল রিসিভ করলেই আপনার স্মার্টফোনের নিয়ন্ত্রণ চলে যেতে পারে হ্যাকারদের হাতে।

যেভাবে কাজ করে এই হ্যাকিং চক্র


বিজ্ঞাপন


১. ম্যালওয়্যার অ্যাটাক: অনেক সময় কল রিসিভ করার সাথে সাথে হ্যাকাররা উন্নত সফটওয়্যার ব্যবহার করে ফোনের সিস্টেমে প্রবেশ করে। এর মাধ্যমে আপনার গ্যালারি, কন্টাক্ট লিস্ট এবং ব্যাংকিং অ্যাপের তথ্য হাতিয়ে নেওয়া হয়।

whatsapp-mute-unknown-calls

২. স্ক্রিন শেয়ারিং স্ক্যাম: ভিডিও কলে কথা বলার সময় সুকৌশলে আপনাকে দিয়ে স্ক্রিন শেয়ার অপশনটি চালু করিয়ে নেওয়া হয়। এর ফলে আপনার ফোনে আসা ওটিপি (OTP) বা গোপন পাসওয়ার্ড হ্যাকাররা সরাসরি দেখতে পায়। 

৩. ব্ল্যাকমেইল বা চাঁদাবাজি: ভিডিও কল রিসিভ করার পর স্ক্রিন রেকর্ড করে আপনার চেহারার সাথে আপত্তিকর দৃশ্য জুড়ে (ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে) ব্ল্যাকমেইল করার ঘটনাও অহরহ ঘটছে।


বিজ্ঞাপন


নিরাপদ থাকতে করণীয়: হোয়াটসঅ্যাপের নতুন সেটিংস

হোয়াটসঅ্যাপে এই ঝুঁকি এড়াতে ব্যবহারকারীদের জন্য চমৎকার একটি সুরক্ষা ফিচার রয়েছে। নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি অপরিচিত কল অটোমেটিক সাইলেন্ট করে দিতে পারেন:

আপনার ফোনের WhatsApp ওপেন করে Settings-এ যান।

সেখান থেকে Privacy অপশনটি সিলেক্ট করুন।

নিচে স্ক্রল করে Calls অপশনে ট্যাপ করুন।

এবার 'Silence Unknown Callers' অপশনটি চালু (On) করে দিন।

l45020250212172306

এই সেটিংসটি চালু থাকলে অপরিচিত নম্বর থেকে কল এলে আপনার ফোন বাজবে না, তবে আপনি পরে 'কল লিস্ট'-এ দেখতে পাবেন কে কল করেছিল। এতে হ্যাকারদের পাতানো ফাঁদে পা দেওয়ার ভয় থাকবে না।

আরও পড়ুন: ফেসবুক নিরাপদ রাখতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করবেন যেভাবে

বিশেষ সতর্কতা

অপরিচিত নম্বর থেকে কোনো লিঙ্কে ক্লিক করতে বলা হলে বা কোনো লোভনীয় অফার দিলে তাতে সাড়া দেবেন না। মনে রাখবেন, সরকারি বা ব্যাংকিং প্রতিষ্ঠান কখনোই হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে আপনার গোপন তথ্য জানতে চাইবে না।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর