হোয়াটসঅ্যাপ ঐতিহাসিকভাবে পাসওয়ার্ড-বিহীন একটি প্ল্যাটফর্ম। তবে সাম্প্রতিক সময়ে গুগল বা অ্যাপল অ্যাকাউন্টের মতো পাসওয়ার্ড দিয়ে হোয়াটসঅ্যাপ লগইন করার একটি আধুনিক সংস্করণ যুক্ত হয়েছে, যাকে বলা হচ্ছে 'পাস-কি' (Passkeys)।
১. হোয়াটসঅ্যাপে সরাসরি পাসওয়ার্ড দিয়ে কি লগইন করা যায়?
বিজ্ঞাপন
না, ফেসবুক বা জিমেইলের মতো কোনো স্থায়ী টেক্সট পাসওয়ার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপে লগইন করার প্রথাগত কোনো ব্যবস্থা নেই। হোয়াটসঅ্যাপ মূলত আপনার ফোন নম্বর এবং ওটিপি (OTP) ভিত্তিক ভেরিফিকেশনের ওপর কাজ করে।
২. পাসওয়ার্ডের বিকল্প: পাস-কি (Passkeys)
গুগল ও অ্যাপলের সাথে সমন্বয় করে হোয়াটসঅ্যাপ এখন Passkeys সুবিধা দিচ্ছে। এর মাধ্যমে আপনি পাসওয়ার্ডের মতোই আপনার ফোন আনলক করার মাধ্যম (যেমন- ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট বা ফোনের পিন) ব্যবহার করে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ লগইন করতে পারবেন। এটি প্রচলিত পাসওয়ার্ডের চেয়েও অনেক বেশি নিরাপদ।
বিজ্ঞাপন
৩. টু-স্টেপ ভেরিফিকেশন পিন
লগইন করার সময় বাড়তি নিরাপত্তার জন্য হোয়াটসঅ্যাপ একটি ৬ ডিজিটের পিন চায়। একে অনেকে 'পাসওয়ার্ড' ভেবে ভুল করেন। এটি মূলত আপনার অ্যাকাউন্টের দ্বিতীয় স্তরের নিরাপত্তা (2FA)। নতুন ফোনে অ্যাকাউন্ট সেটআপ করার সময় ওটিপি দেওয়ার পর এই পিনটি দিতে হয়।
আরও পড়ুন: এক জিমেইল অ্যাপেই আসবে সব ই-মেইল: একাধিক অ্যাকাউন্ট যোগ করার সহজ নিয়ম
৪. ওয়েব বা ডেস্কটপ লগইন
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে কোনো পাসওয়ার্ড লাগে না। তবে এক্ষেত্রে ফোন নম্বর দিয়ে ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ব্যবহারের অনুমতি নিতে হয়। যাকে বলে লিংক ডিভাইস।
এজেড

