স্মার্টফোনের বাজারে প্রিমিয়াম সেগমেন্টে আধিপত্য বিস্তার করতে মটোরোলা নিয়ে আসছে তাদের নতুন তুরুপের তাস ‘Motorola Signature’। সম্প্রতি সিইএস (CES 2026) মেলায় আত্মপ্রকাশের পর থেকেই এই ফোনটি নিয়ে প্রযুক্তি বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। আগামী ২৩ জানুয়ারি ভারতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এই ডিভাইসটি। কেবল শক্তিশালী প্রসেসরই নয়, এর ডিজাইন এবং উন্নত ক্যামেরা প্রযুক্তি দিয়ে এটি সরাসরি অ্যাপল ও স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলোকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।
অসাধারণ ডিজাইন ও ডিসপ্লে
বিজ্ঞাপন
Motorola Signature-এর প্রধান আকর্ষণ এর চোখ ধাঁধানো ডিজাইন। ফোনটিতে রয়েছে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সম্পন্ন ৬.৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। এর সুরক্ষায় ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস ২। ফোনটির বডি মাত্র ৬.৯৯ মিমি পাতলা এবং ওজন মাত্র ১৮৬ গ্রাম, যা প্রিমিয়াম ফোনের তালিকায় একে অনন্য করে তুলেছে। এছাড়া এতে থাকছে লেদার ফিনিশ অপশন, যা ব্যবহারকারীকে রাজকীয় অনুভূতি দেবে।
গতির রাজা: স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৫
ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী চিপসেট 'স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৫' (Snapdragon 8 Gen 5)। এটি মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের ক্ষেত্রে অভাবনীয় গতি প্রদান করবে। মটোরোলা এতে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম এবং টানা ৭ বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিচ্ছে।

বিজ্ঞাপন
ক্যামেরা ও ব্যাটারি পারফরম্যান্স
ফটোগ্রাফি প্রেমীদের জন্য এতে থাকছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম, যার মধ্যে একটি পেরিস্কোপ টেলিফটো লেন্সও অন্তর্ভুক্ত। ৫,২০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি এবং দ্রুত চার্জিং প্রযুক্তি নিশ্চিত করবে দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা।
সম্ভাব্য দাম
লিক হওয়া তথ্য অনুযায়ী, ভারতে Motorola Signature-এর ১৬ জিবি র্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্টের বক্স প্রাইস বা এমআরপি (MRP) হতে পারে ৮৪,৯৯৯ রুপি। তবে ধারণা করা হচ্ছে, লঞ্চিং অফার ও ডিসকাউন্টে এর বিক্রয়মূল্য ৮০,০০০ রুপির নিচেই থাকবে। এমনকি বেস মডেলটির দাম ৬০,০০০ রুপির কাছাকাছি হতে পারে বলে বাজার বিশ্লেষকদের ধারণা।
আরও পড়ুন: স্মার্টফোনে কি কুলিং সিস্টেম থাকে?
মটোরোলা সাধারণত সাশ্রয়ী মূল্যে ভালো ফিচারের জন্য পরিচিত হলেও, ‘সিগনেচার’ সিরিজ দিয়ে তারা প্রিমিয়াম বাজারে নিজেদের শক্ত অবস্থান গড়তে চাইছে। দেশের বাজারে এই ফোনটি আইফোন বা স্যামসাং ইউজারদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটিই দেখার বিষয়।
এজেড

