দেশের অনেক এলাকায় ইনডোর নেটওয়ার্ক বা দুর্বল সিগন্যালের কারণে নিয়মিত কথা বলতে সমস্যার সম্মুখীন হন গ্রাহকরা। এই সমস্যার স্থায়ী সমাধানে বাংলাদেশে গ্রামীণফোন ও বাংলালিংক চালু করেছে ওয়াইফাই কলিং (VoWiFi) সেবা। যদি আপনার ফোনে নেটওয়ার্ক সিগন্যাল নাও থাকে, তবুও কেবল একটি ওয়াইফাই সংযোগ ব্যবহার করে আপনি আপনার নিজের মোবাইল নম্বর দিয়েই কল করতে ও রিসিভ করতে পারবেন।
ওয়াইফাই কলিং আসলে কী?
বিজ্ঞাপন
ওয়াই-ফাই কলিং হলো এমন একটি আধুনিক প্রযুক্তি, যা মোবাইল টাওয়ারের পরিবর্তে ব্রডব্যান্ড বা ওয়াই-ফাই ইন্টারনেট সংযোগ ব্যবহার করে ভয়েস কল সম্পন্ন করে। অর্থাৎ, আপনার ফোনে যদি সিমের নেটওয়ার্ক একবারে ‘শূন্য’ থাকে, কিন্তু ওয়াইফাই কানেক্টেড থাকে, তবে আপনি স্বাভাবিকভাবেই ফোনের ডায়ালার থেকে কল করতে পারবেন। যাকে কল করছেন তার ফোনে ওয়াইফাই থাকা জরুরি নয়; আপনার ফোনে ইন্টারনেট থাকলেই এই সুবিধা মিলবে।

ওয়াইফাই কলিং ব্যবহারের সুবিধাসমূহ
এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো এটি নেটওয়ার্কহীন এলাকায় নিরবচ্ছিন্ন যোগাযোগের নিশ্চয়তা দেয়। এতে সাধারণ কলের তুলনায় অনেক উন্নত মানের এইচডি (HD) ভয়েস কোয়ালিটি পাওয়া যায়। সবচেয়ে মজার বিষয় হলো, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মতো আলাদা কোনো অ্যাপের প্রয়োজন নেই; ফোনের ডিফল্ট কিপ্যাড থেকেই কল করা যায়। এছাড়া অনেক ক্ষেত্রে বিদেশ ভ্রমণের সময় রোমিং চার্জ বাঁচাতেও এই প্রযুক্তি দারুণ কার্যকর।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দেশজুড়ে ওয়াইফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
এটি ব্যবহার করতে যা যা প্রয়োজন
ওয়াইফাই কলিং সুবিধা উপভোগ করতে আপনার তিনটি জিনিস নিশ্চিত করতে হবে: প্রথমত, একটি ওয়াইফাই কলিং সাপোর্টেড স্মার্টফোন; দ্বিতীয়ত, সক্রিয় ওয়াইফাই ইন্টারনেট সংযোগ এবং তৃতীয়ত, গ্রামীণফোন বা বাংলালিংকের একটি সক্রিয় সিম কার্ড।

অ্যানড্রয়েড ফোনে চালু করার পদ্ধতি
অধিকাংশ অ্যানড্রয়েড স্মার্টফোনে এই ফিচারটি চালু করতে প্রথমে ফোনের Settings-এ যান। সেখান থেকে Network & Internet অথবা Connections অপশনে প্রবেশ করুন। এবার Mobile Network সিলেক্ট করে Wi-Fi Calling অপশনটি খুঁজে বের করুন এবং এটি ‘On’ করে দিন। ফোনের মডেলভেদে এই অপশনটি কল সেটিংসের ভেতরেও থাকতে পারে। এছাড়াও কিছু ফোনে অপারেটরের সিম সেটিংসেও পেতে পারেন। যেমন টেকনো ফোনে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিংসে গিয়ে অপারেটরের সিমে ক্লিক করে সেটিংসটি পাবেন।
আরও পড়ুন: ওয়াইফাই কলিং সেবা চালু করলো গ্রামীণফোন
আইফোনে (iOS) চালু করার পদ্ধতি
আইফোন ব্যবহারকারীদের প্রথমে Settings অ্যাপটি ওপেন করতে হবে। এরপর নিচের দিকে স্ক্রল করে Apps সেকশনে গিয়ে Phone বিকল্পটি বেছে নিন। সেখানে Wi-Fi Calling নামে একটি অপশন পাবেন; এটিতে ট্যাপ করে ‘Wi-Fi Calling on This iPhone’ সুইচটি অন করে দিন। ব্যাস, আপনার আইফোনে এখন থেকে নেটওয়ার্ক না থাকলেও ওয়াইফাই দিয়ে কল করা যাবে।
ওয়াইফাই কলিং কতটা নিরাপদ?
ওয়াইফাই কলিং আপনার মোবাইল অপারেটরের নিজস্ব নেটওয়ার্ক (VoLTE) ও আইএমএস সিকিউরিটি সিস্টেমের সাথে যুক্ত থাকে, তাই এটি সাধারণ মোবাইল কলের মতোই নিরাপদ। যেহেতু এখানে থার্ড পার্টি কোনো অ্যাপ ব্যবহার করতে হয় না, তাই ব্যক্তিগত তথ্যের ঝুঁকি নেই বললেই চলে। তবে পাবলিক বা অনিরাপদ ফ্রি ওয়াইফাই ব্যবহারের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকা উচিত।
এজেড

