রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ইউটিউবে ১৪০ বছরের ভিডিও, শব্দহীন রহস্যময় ক্লিপ নিয়ে নেটদুনিয়ায় তোলপাড়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:২১ এএম

শেয়ার করুন:

ইউটিউবে ১৪০ বছরের ভিডিও, শব্দহীন রহস্যময় ক্লিপ নিয়ে নেটদুনিয়ায় তোলপাড়
ইউটিউবে ১৪০ বছরের ভিডিও, শব্দহীন রহস্যময় ক্লিপ নিয়ে নেটদুনিয়ায় তোলপাড়

ইউটিউবের ইতিহাসে এমন অদ্ভুত ঘটনা আগে কখনও দেখা যায়নি। কোনো দৃশ্য নেই, নেই কোনো শব্দ অথচ ভিডিওর দৈর্ঘ্য দেখাচ্ছে অবিশ্বাস্য ‘১৪০ বছর’। সম্প্রতি নেটদুনিয়ায় রহস্য ছড়িয়ে দেওয়া এই ভিডিওটি কয়েক ঘণ্টার ব্যবধানে লুফে নিয়েছে লাখ লাখ দর্শক। কারিগরি ত্রুটি নাকি পরিকল্পিত কোনো রহস্য, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ।

রহস্যের কেন্দ্রবিন্দুতে ‘@ShinyWR’ চ্যানেল ২০২৬ সালের ৫ জানুয়ারি @ShinyWR নামক একটি রহস্যময় ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটির থাম্বনেইলে স্পষ্ট লেখা দেখা যাচ্ছে যে এর ব্যাপ্তি ১৪০ বছর। কোনো সাধারণ সিনেমা বা লাইভ স্ট্রিম যেখানে কয়েক ঘণ্টা হয়, সেখানে শতাব্দীর বেশি সময়কাল দেখে ব্যবহারকারীরা রীতিমতো বিভ্রান্ত। এখন পর্যন্ত ভিডিওটি প্রায় ২০ লাখ ভিউ এবং ২৮ হাজারেরও বেশি মন্তব্য কুড়িয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: চ্যাটজিপিটি’র ‘GPT’ আসলে কী? জানলে অবাক হবেন এর পেছনের প্রযুক্তি

ভেতরের দৃশ্য ও বাস্তব সময়কাল আশ্চর্যের বিষয় হলো, ভিডিওটিতে ক্লিক করার পর স্ক্রিন সম্পূর্ণ অন্ধকার বা ফাঁকা থাকে এবং কোনো শব্দ শোনা যায় না। তবে ভিডিওটি প্লে করার সঙ্গে সঙ্গেই এর সময়কাল বদলে ১২ ঘণ্টায় নেমে আসে। অনেক সচেতন ব্যবহারকারী কমেন্ট সেকশনে বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন যে, থাম্বনেইলে ১৪০ বছর দেখালেও ভিডিওটি আদতে ১২ ঘণ্টার একটি ব্ল্যাঙ্ক ক্লিপ।

140-year-YouTube-video-goes-viral-sparks-global-curiosity3

নিছক ত্রুটি নাকি রহস্যময় গেম? এই অদ্ভুত ঘটনা নিয়ে ইন্টারনেটে দুটি প্রধান তত্ত্ব ঘুরপাক খাচ্ছে-


বিজ্ঞাপন


কারিগরি ত্রুটি: অনেকে মনে করছেন এটি ইউটিউব অ্যালগরিদমের কোনো বাগ বা সিস্টেমের ত্রুটি, যার কারণে সময়কাল প্রদর্শনে ভুল হচ্ছে।

এআরজি (ARG): অপর একদল মনে করছেন এটি কোনো ‘অল্টারনেটিভ রিয়েলিটি গেম’-এর অংশ। নেটিজেনদের কৌতূহল উসকে দিতেই ইচ্ছাকৃতভাবে এমন রহস্যময় কনটেন্ট তৈরি করা হয়েছে।

সাসপেন্স বাড়াচ্ছে চ্যানেলের অবস্থান চ্যানেলটির তথ্য পর্যালোচনায় দেখা গেছে, এটি ২০২৩ সালের জুলাই মাসে ইউটিউবে যুক্ত হয় এবং প্রোফাইলে চ্যানেলটি উত্তর কোরিয়া থেকে পরিচালিত হওয়ার দাবি করা হয়েছে। এই ভৌগোলিক অবস্থান এবং কনটেন্টের ধরন ভিডিওটির রহস্যকে আরও ঘনীভূত করেছে। ইউটিউব কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই অদ্ভুত ভিডিও বা সময়কাল প্রদর্শনের ত্রুটি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর